এআইয়ের থাবা কর্মজগৎ থেকে জীবনের বিভিন্ন মাধ্যমে পড়েছে। এ বার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হল দুর্গা প্রতিমায়! হ্যাঁ, বর্তমানে গোটা দুনিয়ায় যে জিনিস ট্রেন্ডিং সেটাকেই হাতিয়ার করে দেবীর ‘হাতিয়ার’ তৈরি হয়েছে। আর এ হেন এআই দুর্গা প্রতিমা সেজে উঠেছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে।
এই মণ্ডপে ঢুকলেই চারিদিকে ‘এআই’ লেখা চোখে পড়বে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কিবোর্ড। দেবীর হাতে আসল অস্ত্রের বদলে রয়েছে এআই দিয়ে নির্মিত অস্ত্র। অর্থাৎ প্রজেকশন করে এই অস্ত্র দেখানো হচ্ছে। শুধু দেবীর হাতের অস্ত্র নয়, এখানে মহিষাসুরও রোবটিক। দেবীকে দেখতে পুতুল পুতুল, চেনা মাতৃমূর্তির থেকে যেন কোথাও একটু আলাদা। এক বিশালাকার বাঘের উপর বসে রয়েছেন তিনি।
এ বারের থিম সহ প্রতিমা প্রসঙ্গে ক্লাবের তরফে অনীত ঘোষ জানান, “দেবী প্রতিমা দেখবেন একটু পুতুলের মতো লাগবে দেখতে। দেখে মনে হবে একটা ‘বট’ কথা বলছে, কিন্তু আদতে উনি দুর্গা। এখানে মহিষাসুর রোবটিক, যে একটু যেন নড়াচড়া করে, অন্য কিছু কথা বলার চেষ্টা করে। সেও যেন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।”
বিভিন্ন থিমের ভিড়ে অভিনব কিছু দেখতে চাইলে, বা রোজকার জীবনে যে এআইকে নিয়ে এত কথা হয় তার অন্য রকম ব্যবহারের সাক্ষী থাকতে চাইলে এক বার এই মণ্ডপে আসতেই পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।