Advertisement
মগজাস্ত্র

কাপটা ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, বোঝাচ্ছে ভারত

ইংল্যান্ডের হারে উল্লাস করা বলতে পারেন অস্ট্রেলিয়ানদের মজ্জাগত। কিন্তু মেনে নিচ্ছি, এ বারের বিশ্বকাপ থেকে ইংরেজদের বিপর্যস্ত হয়ে ছিটকে যাওয়া দেখে একটু মনখারাপই লাগছে! একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। যে ইংল্যান্ড ক্রিকেটাররা কাউন্টিতে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে সীমিত ওভারের ম্যাচ খেলে, তারাই বিশ্বকাপে কী করে এতটা দিশাহারা আর আত্মবিশ্বাসহীন হয়ে পড়ল!

স্টিভ ওয়
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০৩:৪৭
Share: Save:

ইংল্যান্ডের হারে উল্লাস করা বলতে পারেন অস্ট্রেলিয়ানদের মজ্জাগত। কিন্তু মেনে নিচ্ছি, এ বারের বিশ্বকাপ থেকে ইংরেজদের বিপর্যস্ত হয়ে ছিটকে যাওয়া দেখে একটু মনখারাপই লাগছে!

একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। যে ইংল্যান্ড ক্রিকেটাররা কাউন্টিতে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে সীমিত ওভারের ম্যাচ খেলে, তারাই বিশ্বকাপে কী করে এতটা দিশাহারা আর আত্মবিশ্বাসহীন হয়ে পড়ল! ইংল্যান্ডকে এ বার শুরু থেকেই ম্যাড়মেড়ে ছিল। জ্বলে ওঠা দূরের কথা, এমন একটা ম্যাচ দেখলাম না যেটায় ওরা কোনও পরিকল্পনা দেখাল। যেন মাঠে নামার আগে শেষ মুহূর্তে কোনও রকমে টিম কম্বিনেশন আর রণকৌশল ভেবে এসেছে।

আমার মতে, বিশ্বকাপের মুখে অ্যালিস্টার কুককে বাদ দেওয়াটা ইংল্যান্ডের বড় ভুল। সিদ্ধান্তটা আরও আগে নেওয়া উচিত ছিল। যাতে নতুন ক্যাপ্টেন দলটাকে গুছিয়ে নেওয়ার সময় পায়। এ ব্যাপারে নিজের উদাহরণই দিচ্ছি। অস্ট্রেলীয় নির্বাচকেরা যখন ঠিক করেছিলেন যে, ২০০৩ বিশ্বকাপে ওঁরা আমার কথা আর ভাববেন না, তখন ২০০১-এ আমাকে সরিয়ে রিকি পন্টিংয়ের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। যাতে টিমটাকে নিজের মতো করে বুঝে নেওয়ার যথেষ্ট সময় পায় রিকি।

ইয়ন মর্গ্যান নেতা হিসেবে কেমন, সেটা এখনও বোঝা যায়নি। তবে ক্রিকেটার মর্গ্যানের খারাপ ফর্ম যে নেতা মর্গ্যানের কাজটা কঠিন করে তুলেছিল, সেটা স্পষ্ট। ইংল্যান্ডের খেলায় টাটকা চিন্তার ছাপ দেখলাম না। ওরা যে ব্র্যান্ডের ওয়ান ডে খেলল, সেটা সাতাশির মডেল। আজকের পাওয়ার গেমের যুগে অচল! ইংল্যান্ড বোর্ডকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। সেই সব ক্রিকেটারের উপর ভরসা রাখতে হবে যারা টিমকে এগিয়ে নিয়ে যাবে। ক্রিস ওকস, আলেক্স হেলস, জোস বাটলার, মইন আলিদের উপর লগ্নি করলে ভুল হবে না। পাশাপাশি অ্যান্ডারসন, বেল, ব্রড দলের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে খাপ খাচ্ছে কি না, সেটা ভেবে দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

এতে অবশ্য মাশরাফি মর্তুজাদের তরুণ ব্রিগেডের কৃতিত্ব একটুও কমছে না। এই বাংলাদেশ দলটার মধ্যে দারুণ তেজিয়ান ভাব আর খিদে দেখছি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওদের বোলাররা শেষের দিকে চাপে পড়েও যে রকম মাথা ঠান্ডা রাখল, তার তারিফ করতেই হবে। রুবেল হোসেন তো অসাধারণ! ডেথে একটা সময় মনে হচ্ছিল, ইংল্যান্ড কোনওক্রমে হলেও রানটা তুলে দেবে। বিশেষ করে ওই সময় ক্যাচ পড়ার পর। কিন্তু বাংলাদেশের জমাট টিমগেমের সামনে ইংল্যান্ডের সীমাবদ্ধতার কঙ্কালটা বেরিয়ে পড়ল। আন্তর্জাতিক ক্রিকেটে বহু দিন হয়ে গেল টিম হিসেবে বাংলাদেশ দাগ কাটতে ব্যর্থ। আশা করা যায় এই সাফল্য ওদের জন্য সেই টনিক হবে, যা টিমটাকে তাতিয়ে তুলবে।

ভারত-আয়ারল্যান্ড ম্যাচটা নিয়ে সত্যিই বিশেষ কিছু বলার নেই। ভারত আরও একটা ম্যাচে প্রমাণ করে দিল যে, এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ওরাই সেরা টিম। তবে আয়ারল্যান্ড সুযোগগুলো কাজে লাগাতে পারলে আগের বারের চ্যাম্পিয়নদের সামনে সামান্য হলেও একটা চ্যালেঞ্জ হয়তো খাড়া করত। আইরিশরা যে ভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল বেশ বড় রান উঠবে। কিন্তু ভাল শুরুটা কাজে লাগাতে পারল না। উল্টে পঞ্চম উইকেট পড়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওদের ইনিংস। তার চেয়েও বড় কথা, তার পরে বিশ্রী সব ক্যাচ ফস্কে ভারতীয় ব্যাটসম্যানদের ক্রিজে জাঁকিয়ে বসার সুযোগ করে দিল।

কোয়ার্টার ফাইনালের আগে ভারতের আরও একটা খেলা বাকি। কিন্তু টিম যা দুর্ধর্ষ ফর্মে, তাতে আমার মনে হয় ভারতীয় সমর্থকেরা এখন থেকেই বিজয়োৎসব শুরু করে দিয়েছেন! বিশ্বকাপে টানা ন’টা জয়! পাঁচ ম্যাচে প্রতিপক্ষের ৫০টা উইকেট শিকার! ভারত কিন্তু বুঝিয়ে দিচ্ছে, কাপটা ফিরিয়ে নিয়ে যাওয়ার বাইরে অন্য কোনও চিন্তা ওদের নেই।

ক’দিন আগের অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচও জমজমাট হল। এই অস্ট্রেলিয়া টিমের এক্স ফ্যাক্টর গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া যদি শেষ পর্যন্ত যায়, ম্যাক্সওয়েলকে সেই কাজে বড় ভূমিকা নিতে হবে। ম্যাক্সওয়েলের ৫১ বলের সেঞ্চুরির পর বলতেই হচ্ছে ও আর এবি ডে’ভিলিয়ার্স এ বারের বিশ্বকাপের সেরা আকর্ষণ। দু’জনেই এই মুহূর্তে একেবারে অন্য গিয়ারে খেলছে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE