ভরা কার্তিক মাসে রথ যাত্রা! দিব্যি বসে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সামনেই মানুষ ভিড় জমাচ্ছেন রথের মেলায়। রয়েছে ফুচকা, আইসক্রিম-সহ আরও নানা খাবারে স্টল। না, এই মেলা ‘বকুলতলা’য় নয়, বসেছে চন্দননগরে। কিন্তু এই কার্তিক মাসে রথের মেলা?
হ্যাঁ, এমনটা আসলে সম্ভব হয়েছে চন্দননগরের নতুন তেলিঘাটের জগদ্ধাত্রী পুজোয়। চলতি বছর এই ক্লাবের পুজো সেজে উঠেছে রথের মেলার থিমে।
মণ্ডপ চত্বর দেখে মন ভরে গেলে ভিতরে দর্শনার্থীদের মুগ্ধ করার জন্য অপেক্ষা করছেন দেবী স্বয়ং। লাল বেনারসি পরিহিত দেবীর স্বেতশুভ্র রূপ। রুপোলি অলঙ্কারে সেজে উঠেছেন তিনি। প্রতিমার মুখশ্রী থেকে যেন চোখ ফেরানো দায়। সুবিশাল দেবীমূর্তির সামনে মাথা নত হয় ভক্তিতে। চন্দননগরের জনপ্রিয় পুজো প্যান্ডেলগুলির মধ্যে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে এই নতুন তেলিঘাটের প্রতিমা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।