কলকাতার সেরা পাঁচটি ঠাকুর আরামে ঘুরে দেখলেন প্রিয়াঙ্কা, সঙ্গী ছিল WagonR

পুজোর সময়ে আরামে ঠাকুর দেখার অভিজ্ঞতা নিশ্চিত করছে ‘মারুতি সুজুকি অ্যারেনা’ WagonR।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৭:৩৩
পুজোর ফার্স্ট লুক

পুজোর ফার্স্ট লুক

পুজোর সময়ে আরামে ঠাকুর দেখার অভিজ্ঞতা নিশ্চিত করছে ‘মারুতি সুজুকি অ্যারেনাWagonR। প্যান্ডেল হপিংয়ের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে ‘মারুতি সুজুকি অ্যারেনা’, আনন্দবাজার ডট কম-এর সহযোগিতায় আয়োজিত হল পুজোর ফার্স্ট লুক, যেখানে শহরের সেরা ৫টি প্যান্ডেল ঘুরে দেখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং সঙ্গে ছিলেন সঞ্চালক সুজয়নীল। WagonR-এর সঙ্গে প্রিয়াঙ্কার ঠাকুর দেখার অভিজ্ঞতা হল স্বাছন্দ্যকর।

কিন্তু কী ভাবে WagonR প্যান্ডেল হপিংয়ের মুহূর্তকে করে তুলবে আরামদায়ক?

এই গাড়িটির টল বয় ডিজ়াইন এবং ব্যবহারিক বৈশিষ্ট্যগুলি আপনার প্রতিদিনের যাত্রাকে আরও সহজ করে তোলে। শুধু তাই নয়, এর সুন্দর বাহ্যিক গড়ন ভিড়ের মধ্যেও নজর কাড়তে বাধ্য।

প্রশস্ত ও আরামদায়ক

WagonR-এর ভিতরে জায়গা অনেক। প্রশস্ত হেডরুম এবং লেগরুম পরিবারের সকলের সঙ্গে দীর্ঘ পথ চলতে সাহায্য করে।

ডুয়াল ভিভিটি ইঞ্জিন

১.২ লিটার অ্যাডভান্সড কে-সিরিজ ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন সর্বোচ্চ ক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করে ও আপনার ড্রাইভকে আরও আরামদায়ক করে তোলে।

স্টার্ট-স্টপ

WagonR-এর স্টার্ট-স্টপ সিস্টেম জ্বালানি সাশ্রয় করে। ইঞ্জিন যখন থেমে থাকে তখন এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় এবং প্রয়োজন হলে আবার স্বাচ্ছন্দ্যে চালু হয়।

এস-সিএনজি

ভালো মাইলেজের সঙ্গে উপভোগ করুন একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব যাত্রা।

নিরাপত্তা

WagonR একটি সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে, যা আপনার মানসিক শান্তি নিশ্চিত করে। ‘হার্টেক্ট প্ল্যাটফর্ম’ গাড়ির জন্য একটি মজবুত ফ্রেম তৈরি করে, যা বাইরের আঘাত থেকে যাত্রীদের সুরক্ষিত রাখে। এতে রয়েছে এবিএস এবং ইলেকট্রনিক ব্রেকের সুবিধা, যা গাড়ি ব্রেক করার সময় নিয়ন্ত্রণ বজায় রাখে। এই গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, যা স্ট্যান্ডার্ড সুরক্ষা হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এই উৎসবের মরসুমে পাহাড়ের সফর হোক নিশ্চিন্তে WagonR-এর সঙ্গে। এর হিল হোল্ড অ্যাসিস্ট প্রতিটি চড়াই উতরাইয়ের পথে আপনার যাত্রাকে করে তোলে মসৃণ ও প্রতিটি উঁচু ঢালেও গাড়িকে রাখে একদম স্থির। আপনাকে দেয় সম্পূর্ণ সুরক্ষার ভরসা।

স্পোর্টি ডিজ়াইন, দৃঢ় উপস্থিতি

ডাইনামিক অ্যালয় হুইল আপনার গাড়ির স্টাইল ও টেকসইতা আরও বাড়িয়ে দেয়। ইলেকট্রিকাল রিট্রাক্টবল ওআরভিএম নিয়ন্ত্রণ করা যায়, যা গাড়ি পার্ক করার সময় ক্ষতির আশঙ্কা কমায়। দ্বৈত আলোর বিশেষ নকশার হেডল্যাম্প এবং ডিআরএল নিশ্চিত করে সব ধরনের পরিবেশে যাতে স্পষ্ট দেখা যায় এবং সুরক্ষা।

বিনোদন

স্মার্টপ্লে স্টুডিয়োর সাহায্যে চলার পথে গাড়িকে সংযুক্ত রাখুন। এতে রয়েছে ৪টি স্পিকার যা গাড়ির মধ্যে গান শোনার অভিজ্ঞতাকে মনোরম করে তুলবে। এছাড়াও নেভিগেশন-এর মাধ্যমে দূরের কোনও জায়গা খুঁজতেও সুবিধা হবে।

অটো গিয়ার শিফ্‌ট

অটো গিয়ার শিফট প্রযুক্তির সঙ্গে সহজেই গাড়ি চালান। এতে রয়েছে দুটি ড্রাইভিং মোড, যা ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের মধ্যে সহজে পরিবর্তন করার সুযোগ দেয়।

শুধু যে ঠাকুর দেখার অভিজ্ঞতাই সুন্দর হবে তা নয়, সাধ্যের মধ্যে থাকবে পকেটও। WagonR-এর মূল্য শুরু হচ্ছে অবিশ্বাস্য দামে, মাত্র ৪,৯৮,৯০০ টাকা থেকে।

প্রিয়াঙ্কার মতো আপনিও আরামে উপভোগ করুন পুজোর আনন্দ, আপনার সঙ্গী হোক WagonR

মারুতি সুজুকি অ্যারেনা’-র সঙ্গে ঘরে বসেই ঘুরে দেখুন কলকাতার সেরা পুজো

https://www.anandabazar.com/ananda-utsav/pujor-first-look-2025

https://www.anandabazar.com/ananda-utsav/puja-parikrama

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

WagonR Maruti Suzuki Arena

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy