প্রতীকী চিত্র
‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক…’
মৌন মলিন পৃথিবী হোক প্রাণচঞ্চল। শারদীয়ার ঝলমলে দিনগুলো ঘিরে সেটুকুই তো আকাঙ্ক্ষা থাকে আপামর বাঙালির।
মলিনতা আমাদের মনের সবথেকে বড় অসুখ। এই মালিন্য শুধু জীবন বা ঘর-গেরস্থালিতেই নয়, ছড়িয়ে রয়েছে রোজকার ভাবনায়, চিন্তায়, মননে। মনের সেই অন্ধকার কোণগুলোয় আলো ফেলতে ভুলে যায় বেশির ভাগ মানুষ। মগজ চেপে ধরে পুরনো, বস্তাপচা ভাবনা। তাই শুধু বাইরে থেকেই ঝকঝকে হয়ে ওঠা নয়, অন্তরকেও মালিন্যমুক্ত করার লক্ষ্যে এ বছর বেহালা ২৯ পল্লির পুজোর থিম মলিনতামুক্ত পৃথিবী।
ইনস্টলেশন আর্টের মাধ্যমে থিমশিল্পী অমিত বিশ্বাস মনে গেঁথে থাকা সব রকমের ধুলোময়লার পরত সরিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান। সঙ্গী প্রতিমাশিল্পী দীপেন মণ্ডল। তাঁদের ভাবনায় উঠে এসেছে মলিনতা মুক্তির উপায়। আবর্জনা, ধুলো, ঝেড়েঝুড়ে সাফাই করতে ব্যবহৃত ঝাড়ু, লাঠি, পুরনো কাপড়, টিন, বিলবোর্ড,গামলা– গেরস্থালির সব টুকিটাকি দিয়েই সেজে উঠবে মণ্ডপ। আর তাতে শুধু চারপাশের পৃথিবী বা রোজকার জীবন নয়, পরিচ্ছন্ন, ঝকঝকে হয়ে উঠুক আমাদের মনের গোপন কুঠুরিগুলোও। সেই বার্তাই দিতে চায় এই পুজো।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy