জমে উঠেছে ‘সেরা সর্বজনীন’ ২০২৩-এর লড়াই। থিমের ভিড়ে এক পাড়ার পুজো, অন্য পাড়ার পুজোকে টেক্কা দিচ্ছে সেয়ানে সেয়ানে। আর্টস কলেজের শিক্ষার্থীদের চুলচেরা বিশ্লেষণের পরে মোট ২০০টি পুজোর মধ্যে থেকে সেরা ২০টি পুজোকে বেছে নিয়েছি আমরা। সেই তালিকায় রয়েছে কোন কোন পুজো? দেখে নিন এক নজরে —
- চোরবাগান সর্বজনীন
- কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব
- কাশী বোস লেন দুর্গা পুজো সমিতি
- হাতিবাগান সর্বজনীন
- হাতিবাগান নবীনপল্লি
- নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব
- টালা প্রত্যয়
- দমদম পার্ক ভারত চক্র ক্লাব
- দমদম পার্ক তরুণ দল
- বেলেঘাটা ৩৩ নম্বর পল্লিবাসীবৃন্দ
- বরিশা ক্লাব
- স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- শিবরামপুর যুবশক্তি ক্লাব
- সুরুচি সঙ্ঘ
- চেতলা অগ্রণী ক্লাব
- কালিঘাট মিলন সঙ্ঘ
- গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব
- রাজডাঙা নব উদয় সঙ্ঘ
- বোসপুকুর শীতলা মন্দির
- ৯৫ পল্লি অ্যাসোসিয়েশন
এই বছর আমাদের সহযোগিদের ভূমিকায় রয়েছে প্রেজ়েন্টিং পার্টনার ক্যাডবেরি সেলিব্রেশন, পাওয়ার্ড বাই শ্রী মণি ভাস্কর, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, ডমিনোজ় এবং ভি-গার্ড। প্রতিযোগিতার শুরু থেকেই আমাদের যোগ্য সঙ্গত দিয়েছে তারা। চতুর্থী অর্থাৎ আজ এই ২০টি মণ্ডপ পরিদর্শনের পরে বিভিন্ন বিভাগে সেরা ১০টি পুজোকে বেছে নেবেন আমাদের বিচারকেরা। একই সঙ্গে ‘সেরা সর্বজনীন’-এর পাতায় প্রথম ২০০টির পুজোর মধ্যে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্বও। প্রাপ্ত ভোটের ভিত্তিতে ‘জনতার রায়ে সেরা’ বিভাগের বিজেতাকে বেছে নেব আমরা।
নিজের পছন্দসই বারোয়ারি পুজোকে জেতাতে ভোট দিন। ভোট দিতে ক্লিক করুন এই লিঙ্কে
শুভ শারদীয়া।