দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপ সুবিদিত এবং মানুষের কাছে পরিচিত। কিন্তু উমার কী ওরকম রুদ্রাণী রূপ আছে! পৌরাণিক কাহিনিতেও নেই। কিন্তু ভাবনায় সব করা যায়। শিল্পীর কল্পনায় তাই দুর্গার এক অপরিচিত রূপ রুদ্রাণী মুদিয়ালির উল্টো দিকের রাস্তায় গড়ে উঠছে। চতুষ্কোণ পার্ক শারদীয়া সম্মিলনী-র পুজোর থিমের নাম — শিবঠাকুরের রুদ্র রূপ রুদ্রাণী।
মূর্তি গড়ছেন তপন পাল। তবে সম্পূর্ণ ভাবে থিম শিল্পী কাজল চক্রবর্তীর নির্দেশে। শুধু নিছক প্যান্ডেল নয়, চট, প্লাই, থার্মোকল আঠা দিয়ে একটা রাজবাড়ি যেন ফুটিয়ে তোলা হচ্ছে এখানে। রুদ্রাণী রং সেখানেই লাগছে।
ভাবনা : শিবঠাকুরের রুদ্র রূপ রুদ্রাণী
ভাবনায় : কাজল চক্রবর্তী
প্রতিমা শিল্পী : তপন পাল
কীভাবে যাবেন : রবীন্দ্র সরোবরে মুদিয়ালি স্টপেজে নেমে উল্টো দিকের রাস্তায় এই পুজো।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।