মুর্শিদাবাদ জেলার কান্দি শহরেও শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর তোড়জোড়। কান্দির অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো হল, এখানকার পাল বাড়ির জগদ্ধাত্রী পুজো। যা প্রায় ২০০ বছরের পুরনো। রাজ আমলের সমস্ত প্রাচীন প্রথা মেনেই আজও এই বাড়িতে মহাসমারোহে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হয়।
রাজ আমলে সূচনা:
প্রবর্তক: এই পুজো শুরু করেছিলেন অন্নদাশঙ্কর পাল। কথিত আছে, রাজ আমল থেকে এই পুজো শুরু হয় এবং বংশপরম্পরায় আজও সেই ঐতিহ্য বজায় আছে।
বিশেষত্ব: প্রায় দুই শতাব্দী প্রাচীন এই পুজোয় নিষ্ঠা ও প্রথা পালনের দিকেই মূল নজর দেওয়া হয়। যা এটিকে আধুনিক বারোয়ারি পুজোগুলি থেকে আলাদা করে।
এক দিনেই সপ্তমী, অষ্টমী ও নবমী পালন:
পুজোর নিয়ম: পাল বাড়ির জগদ্ধাত্রী পুজোয় এক দিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো সম্পন্ন হয় - সেটি হল নবমী তিথি।
দশমী: তবে, দশমীর পুজো হয় নবমীর পরের দিন। যা চিরাচরিত প্রথা মেনে পালিত হয়।
বিসর্জন: দশমীর দিন সন্ধ্যায় ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হয়। এই শোভাযাত্রাও বেশ আকর্ষণীয় হয় - যেখানে আলোকসজ্জা এবং বিভিন্ন বাজনার সমাহার ঘটে।
আরও পড়ুন:
মুর্শিদাবাদের কান্দির এই পাল বাড়ির পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়। এটি ইতিহাসের ধারক ও বাহকও বটে। আজও এই পুজো পুরনো দিনের রীতিনীতি বাঁচিয়ে রেখেছে। যা এলাকার মানুষের কাছে এক আবেগ ও গর্বের বিষয়। প্রাচীন এই পুজো দেখতে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী ভিড় জমান।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।