Advertisement
Sindur Khela

Dashami Safety: সিঁদুর খেলবেন? করোনা-বিধিও মেনে চলুন

উৎসবের আনন্দে যেন মনে রাখি প্রতি বারের মতো নয় এই পুজো। করোনার আতঙ্ক কিছুটা কমলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

সিঁদুর খেলা আর বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের সময়ে সুরক্ষা-বিধিও কিন্তু মেনে চলা প্রয়োজন।

সিঁদুর খেলা আর বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের সময়ে সুরক্ষা-বিধিও কিন্তু মেনে চলা প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৩:১০
Share: Save:

বিজয়ার শুভেচ্ছা জানানো এবং তা নিয়ে হইচই, সবই হবে। কিন্তু খেয়াল রাখা জরুরি যে, এখনও অতিমারির ভয় কাটেনি। ফলে সিঁদুর খেলা আর বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের সময়ে সুরক্ষা-বিধিও কিন্তু মেনে চলা প্রয়োজন। উৎসবের আনন্দে যেন কেউ ভুলে না যাই যে, প্রতি বারের মতো নয় এ বারের পুজো। করোনার আতঙ্ক কিছুটা কমলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এখনও রোজই অল্প অল্প করে বেড়ে চলেছে সংক্রমণের হার।

বিজয়ায় বিশেষ ভাবে কোন কোন দিকে খেয়াল রাখবেন?
১) বরণ করার সময়ে মাস্ক পরুন।
২) সিঁদুর খেলার সময়ে অন্যের কাছে যত কম যাওয়া যায়, ততই ভাল। তাতে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখা যাবে।

৩) কারও মুখে মিষ্টি তুলে দেওয়ার সময়ে খেয়াল রাখুন, তা অন্যের মুখে ছোঁয়ানো নয় তো!
৪) বিজয়ায় বড়দের প্রণাম করবেনই। কিন্তু কারও পায়ে হাত দেওয়ার পরে তা নিজের চোখ-মুখে দেবেন না। ভাল করে হাত ধুয়ে নিন সাবান-জল দিয়ে।
৫) বিজয়ার কোলাকুলির বিষয়েও সাবধান হওয়া ভাল। এ বছরটা দূরত্ব বজায় রেখেই হোক না শুভেচ্ছা বিনিময়! ক্ষতি কী?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sindur Khela Safe Puja Durga Puja 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE