Advertisement
শ্রেয়সী পান্ডা

করোনাসুর বধ

পত্রিকার শিরোনাম দেখে চমকে গেলাম। লিখছেন শ্রেয়সী পান্ডা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি ছবি সৌজন্যে গুগল

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৬:০২
Share: Save:

বছর খানেক আগের কথা। তখন করোনারূপী মহিষাসুরের দাপটে দেশবাসী জর্জরিত। পুজোর আগেই করোনা সংক্রমণ রুখতে সরকারি নিষেধাজ্ঞাও জারি হয়েছে। এ দিকে আমাদের এলাকার আশেপাশে সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। তাও আমাদের ক্লাবের সদস্যরা মিলে ঠিক করলাম ,ছোট্ট করে এবারেও পুজোটা করবো। থিম করোনাসুর বধ। যথারীতি মণ্ডপ সজ্জিত হল। ত্রিশুল বিদ্ধ করোনাসুর । অসুরনাশিনী মায়ের মুখের দিকে তাকিয়ে ,আমরা ভক্তি ভরে, সুদিনের প্রার্থনা জানিয়ে কয়েক দিনের পুজো শেষ করলাম। বিসর্জনের রাতে, আমাদের ক্লাবের সব সদস্যরা এক অদ্ভূত স্বপ্ন দেখলাম, দেবী করোনাসুরকে বধ করেছেন। চারপাশ আবার জনসমাগমে ভরে উঠেছে।

পরের দিন, আনন্দবাজার পত্রিকার শিরোনাম দেখে চমকে গেলাম-" প্রায় দেড় মাস পর রাজ্যে কোভিডে দৈনিক মৃত্যু শূন্য এবং সুস্থতার হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।"সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। মায়ের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর সব সময়ই আছে। তবে আমাদেরও সচেতনতার সাথে সমাজের সুস্থতার জন্য লড়াই করে যেতে হবে।

এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE