সে বার পুজো হয়েছিল সেপ্টেম্বরে। আমরা তিনজনে মহালয়ার পরপর ওয়েলস বেড়াতে গিয়েছিলাম। সূর্যমুখীর খেত দেখছি। হঠাৎ ফুলের ভিড়ে ঢাকের শব্দে চমকে তাকালাম। দেখি এক ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। এগিয়ে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললেন-"বাঙালি নিশ্চয়ই?" আমাদের মুখেও চওড়া হাসি। জানলাম ওটা ওনার ফোনের রিং টোন। ওদের গতবারের দূর্গা পুজোয় রেকর্ড করা। মৌমাছি উড়ছে এক ফুল থেকে আরেক ফুলে। হালকা ঠান্ডা হাওয়ায় সূর্যমুখীর ভারী মাথা লুটিয়ে পড়ছে একে অন্যের গায়ে। আমরা হঠাৎ আলাপ হওয়া দুই পরিবার পাশাপাশি কথা বলতে বলতে কফি শপ এর দিকে হেঁটে চলেছি। চারিদিকে তখন পুজো পুজো গন্ধ।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ