প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

ছবি তোলাই শখ? চিনে নিন কোন ক্যামেরায় পুজোর ফ্রেম হবে মনের মতো

দাম কম, অথচ গুণমানে দুর্দান্ত– এমন ক্যামেরা কে না চায়! তেমনই কিছু ক্যামেরার সুলুকসন্ধান এই প্রতিবেদনে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৭:২৯
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সারা দিন ঘুরবেন, ঠাকুর দেখবেন, আর মনের মতো মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখবেন না, তা-ও কি হয়! কম দামি ক্যামেরা মানেই গুণমান নিম্ন– এমন কিন্তু নয়। বরং প্রযুক্তি-বিশেষজ্ঞরা এমন কিছু ক্যামেরার কথা বলছেন, যেগুলি দামে কম হলেও মানে ভাল। পুজো তো এসেই গেল। যদি নতুন ক্যামেরা কেনার কথা ভেবে থাকেন, তা হলে এগুলিই হতে পারে সঠিক বাছাই।

স্বল্প দামে খুবই কার্যকরী মডেল ‘ক্যানন ইওএস আর১০০’। বিশেষত আনকোরা ফটোগ্রাফারদের জন্য খুবই উপযুক্ত। এ ছাড়াও রয়েছে ‘নিকন ডি৩৫০০’। ‘অলিম্পাস ওএম-ডি ই-এম১০ মার্ক ৪’ ট্র্যাভেল ফটোগ্রাফি বা ভ্লগের জন্য কাজে আসতে পারে।

প্যানাসনিক লুমিক্স জি৭-এর ক্ষেত্রে বাজেট একটু বাড়াতে হতে পারে। যদিও এর গুণগত মান নজর কাড়বে সকলের।

এই তালিকায় আসতে পারে ক্যানন এইওএস ৩০০০ডি মডেলটিও। ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে পেয়ে যাবেন একটি ১৬ জিবি কার্ড এবং ক্যামেরার কেসও।

সোনি আলফা আইএলসিই ৬১০০এল বহু ছবিপ্রেমীরই বিশ্বস্ত সঙ্গী। এর ১৬-৫০ এমএম পাওয়ার জুম লেন্সের সঙ্গে ছবির গুণগত মান নজরকাড়া হয়ে ওঠে।

আসলে দরকার শুধু একটা সঠিক ক্যামেরা। বাকিটা বুঝে নেবে পুজোর ফ্রেম-প্রেম।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Photography Camera Low Budget Camera
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy