‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়…’ কিন্তু তাই বলে পুজোর সঙ্গী পাওয়াও কি দুষ্কর? পাড়ার মণ্ডপ থেকে লেকের ধার, কপোত-কপোতীদের ভিড়ে এ বারের পুজোটিও কাটবে একাকী– এ ভাবনা কিন্তু অমূলক হতেই পারে। কারণ, আজকের দিনে দাঁড়িয়ে ডেটিং অ্যাপের দৌলতে মনের মতো সঙ্গী খুঁজে পাওয়া মোটেই অসম্ভব নয়।
পঞ্চমীতে প্রেম হয়ে দশমীতেই ভাসান! এমনটাই কি প্ল্যান? তা হলে ডেটিং অ্যাপের বাজারে ঢুঁ মেরে আসতেই পারেন ‘টিন্ডার’-এ। নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে অ্যাকাউন্ট বানান। নিজের পছন্দের ছবি যোগ করুন তাতে। এর পরে যাঁকে পছন্দ হবে, তাঁর প্রোফাইলে সোয়াইপ করতে করতে যান। অপর দিক থেকে একই প্রতিক্রিয়া এলেই প্রোফাইল ম্যাচড্! ব্যস! কথা শুরু।
নতুন প্রজন্মে ‘বাম্বল’ অ্যাপেরও বেশ পরিচিতি রয়েছে। তবে এ ক্ষেত্রে কারও প্রোফাইলের সঙ্গে ম্যাচ হলে মহিলাদেরই প্রথম বার্তাটি পাঠাতে হয়। অবশ্য কোনও মহিলা যদি চান পুরুষের থেকে প্রথম প্রতিক্রিয়া আসুক, তা হলেও রয়েছে সমাধান। ‘বাম্বল’-এ নিজের প্রোফাইলে আগে থেকেই কিছু প্রশ্ন ছুড়ে দেওয়ার অপশন থাকে। অপর দিকের মানুষটি চাইলে তার জবাব দেওয়ার মাধ্যমেও কথা শুরু করতে পারেন।
প্রেম দেরিতে আসুক, অসুবিধা কোথায়! ডেটিং অ্যাপ রয়েছে পঞ্চাশোর্ধ্ব মানুষের জন্যও। ‘সিনিয়র ম্যাচ’ নামে এই অ্যাপটি ডিজাইন করাই হয়েছে বিশেষ করে তাঁদের কথা মাথায় রেখে।
‘হ্যাপেন’ অ্যাপের কথা শুনেছেন? ‘বাম্বল’, ‘টিন্ডার’-এ মন ভরে গেলে এটিকেও রাখতে পারেন তালিকায়। এ ছাড়াও রয়েছে ‘ওকে কিউপিড’, ‘আইল’, ‘হিঞ্জ’, ‘স্মুজ’-সহ আরও একাধিক অ্যাপ। সমকামীদের সঙ্গী খুঁজে দিতে রয়েছে ‘গ্রাইন্ডার’, ‘স্কার্ফ’-এর মতো অ্যাপও।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।