প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

রেস্ত ১৫ হাজার? স্টোরেজ আর ক্যামেরায় তাতেই বাজিমাত করবে এই সব স্মার্টফোন!

হরেক অ্যাপ, ছবি, ভিডিয়ো, গেম, সোশ্যাল মিডিয়া—সব কিছুর ভিড়ে ফোনে যদি পর্যাপ্ত স্টোরেজ আর ভাল ক্যামেরা না থাকে, তবে সমস্যা হয় বইকি!

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১১:৫০
সংগৃহিত চিত্র

সংগৃহিত চিত্র

পুজো হোক বা কেনাকাটা, সোশ্যাল মিডিয়া কিংবা সিনেমা দেখা– ইদানীং হাতের ফোনটাই হয়ে উঠেছে সব পেয়েছির দেশ। তাই হরেক অ্যাপ, ছবি, ভিডিয়ো, গেম, সোশ্যাল মিডিয়া—সব কিছুর ভিড়ে ফোনে যদি পর্যাপ্ত স্টোরেজ আর ভাল ক্যামেরা না থাকে, তবে সমস্যা হয় বইকি! নতুন ফোন কেনার বাজেট ১৫ হাজার টাকা? চিন্তা নেই। তার মধ্যেও কিন্তু বাজারে মিলছে এমন অনেক অপশন, যেখানে ১২৮জিবি/২৫৬জিবি স্টোরেজ আর ঝকঝকে ক্যামেরার সুবিধে রয়েছে। দেখে নেওয়া যাক এই তালিকায় সেরা স্মার্টফোনগুলি কী কী—

১। রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G)- এই ফোনটা পারফরম্যান্স আর ফিচারের দারুণ এক মিশেল। গেমিং, ব্রাউজিং সবকিছুতে বেশ সাবলীল। দামের তুলনায় ফিচার ও পারফরম্যান্সের সঠিক মেলবন্ধন। যারা স্টাইলিশ ফোনে বাজেট ম্যানেজ করতে চান, তাঁদের জন্য যথেষ্ট ভাল বিকল্প।

২। আইকিউওও জেড৯এক্স ৫জি (iQOO Z9x 5G)- যারা গেমিং ভালবাসেন বা সারাদিন ফোন ব্যবহার করেন, তাদের জন্য এর ব্যাটারি লাইফ যেন আশীর্বাদ। শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং হাই-পারফরম্যান্স প্রসেসর এই ফোনকে করে তুলেছে ভরসাযোগ্য।

৩। মোটোরোলা জি৬৪ ৫জি (Motorola G64 5G)- মোটোরোলার ফোনগুলো তাদের হালকা ওজন, কার্যকরী সফটওয়্যার এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য সুপরিচিত। কোনও রকম বাড়তি ঝামেলা ছাড়াই যারা একটা সহজ স্মার্টফোন অভিজ্ঞতা চান, তাদের জন্য এক দারুণ বিকল্প।

৪। টেকনো পোভা ৬ নিও (Tecno Pova 6 Neo)- বহু ক্ষণ চার্জ থাকা আর ভাল স্পেসিফিকেশন চাইলে কিনতে পারেন এই ফোনটি। ব্যাটারি লাইফই এর বড় সম্পদ।

৫। শাওমি রেডমি ১৩ ৫জি (Xiaomi Redmi 13 5G)- এর দাম এবং ফিচারগুলো এমন ভাবে সাজানো যে, সহজেই মানুষের মনে ধরে। ১২৮ জিবি স্টোরেজ আর ৬/৮ জিবি র‍্যামের বিকল্প থাকছে, যা আপনার সব ছবি-ভিডিয়োর জন্য যথেষ্ট। নিয়মিত অফার ও ডিসকাউন্টের দৌলতে এটিকে অনেকেই পকেটে পুরছেন।

৬। ভিভো টি৪ লাইট ৫জি (Vivo T4 Lite 5G)- নামে 'লাইট' হলেও কাজে বেশ ওজনদার! ২৫৬ জিবি স্টোরেজ আর ৮ জিবি র‍্যামের মতো বিকল্প আছে এতে, যা দিয়ে আপনি নিশ্চিন্তে মনের মতো ছবি আর ভিডিয়ো জমাতে পারবেন।

এই মোবাইলগুলির বাইরেও বাজারে আরও অনেক ভাল স্মার্টফোন রয়েছে। তবে কেনার আগে অবশ্যই ইউটিউব রিভিউ, অনলাইন রেটিং বা ইউজার ফিডব্যাক দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। সব শেষে নিজের প্রয়োজন অনুযায়ী— ক্যামেরা, ব্যাটারি, গেমিং বা স্টোরেজ বেছে নিন। সঠিক ফিচার থাকলে হাতের ফোন হয়ে উঠবে সেরা সঙ্গী।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

mobile deals Smartphones budget phones
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy