প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

সেরা মুহূর্তগুলি বন্দি করতে ক্যামেরা নিয়ে বেরোনোর প্ল্যান পুজোয়? কোন জিনিসগুলি মাথায় না রাখলেই নয়

ভাল ছবি তোলার জন্য শুধু একটি ভাল ক্যামেরাই যথেষ্ট নয়। বরং কিছু প্রস্তুতি এবং টিপস্ মেনে চলা দরকার। আসুন জেনে নিই সে সব।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১২:৩৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পুজোর মরশুম হোক বা অন্য যে কোনও সময় - ক্যামেরা নিয়ে ঘুরতে বেরোনো একটা দারুণ অভিজ্ঞতা। নতুন জায়গা, নতুন মানুষ এবং প্রকৃতির সৌন্দর্য ফ্রেমবন্দি করার সুযোগ কে-ই বা আর ছাড়তে চায়! তবে, ভাল ছবি তোলার জন্য শুধু একটি ভাল ক্যামেরাই যথেষ্ট নয়। বরং কিছু প্রস্তুতি এবং টিপস মেনে চলা দরকার। আসুন জেনে নিই, ক্যামেরা নিয়ে ঘুরতে বেরোনোর আগে কী কী বিষয় মাথায় রাখতে হবে, সঙ্গে কী কী জিনিস রাখতে হবে! একইসঙ্গে ভাল ছবি তোলারও কিছু টিপস রইল।

ক্যামেরা নিয়ে ঘোরার আগে যা যা মাথায় রাখবেন:

পরিকল্পনা: আপনি কোথায় যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন থাকবে, এবং কোন ধরনের ছবি তুলতে চান, সেই সমস্ত বিষয় সম্পর্কে আগে থেকেই একটু ধারণা করে নিন। যেমন - পাহাড়ে গেলে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট, সমুদ্রের ধারে গেলে সূর্যাস্তের ছবি ইত্যাদি।

গিয়ার নির্বাচন: সব ধরনের লেন্স বা গিয়ার নিয়ে ঘোরা সম্ভব নয়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী ক্যামেরা, লেন্স এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র বেছে নিন। যদি ল্যান্ডস্কেপের ছবি তুলতে চান, তাহলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সঙ্গে নেওয়া ভাল।

নিরাপত্তা: আপনার ক্যামেরা একটি অত্যন্ত মূল্যবান জিনিস। তাই এটি বহন করার জন্য ভাল ব্যাগ ব্যবহার করুন। জনবহুল এলাকায় ক্যামেরা সাবধানে রাখুন। কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরা-বিমাও করিয়ে নেওয়া যেতে পারে।

ব্যাটারির চার্জ: ছবি তোলার জন্য ব্যাটারিই হল মূল শক্তি। তাই ব্যাটারির সম্পূর্ণ চার্জ করা আছে কি না, তা আগে থেকেই নিশ্চিত করুন। একাধিক ব্যাটারি থাকলে সবগুলিই সম্পূর্ণ চার্জ করে সঙ্গে নিন।

মেমরি কার্ড: মেমরি কার্ডে পর্যাপ্ত জায়গা আছে কি না, তা দেখে নিন। যদি না থাকে, তা হলে আগের ছবিগুলি কম্পিউটারে ব্যাকআপ করে মেমরি কার্ড ফাঁকা করে নেওয়াই ভাল। প্রয়োজনে একটি অতিরিক্ত মেমরি কার্ড সঙ্গে রাখুন।

সঙ্গে কী কী জিনিস রাখবেন?

১. ক্যামেরা: আপনার ডিএসএলআর, মিররলেস বা পয়েন্ট-অ্যান্ড-শুট ক্যামেরা।

২. লেন্স: অন্তত একটি প্রাইম লেন্স (যেমন ৫০মিমি, ১.৮) এবং একটি জুম লেন্স (যেমন ১৮-৫৫মিমি, ৫৫-২৫০মিমি)।

৩. অতিরিক্ত ব্যাটারি: একটি বা দু'টি অতিরিক্ত ব্যাটারি থাকলে নিশ্চিন্তে অনেক ছবি তুলতে পারবেন।

৪. অতিরিক্ত মেমরি কার্ড: কার্ড ভর্তি হয়ে গেলে এটি কাজে আসবে।

৫. চার্জার: ক্যামেরা এবং ব্যাটারি চার্জ করার জন্য চার্জার।

৬. ক্যামেরা ব্যাগ: একটি ভাল মানের জলরোধক ক্যামেরা ব্যাগ, যা আপনার সমস্ত সরঞ্জাম নিরাপদে রাখতে পারে।

৭. ট্রাইপড: রাতে ছবি তোলা, ল্যান্ডস্কেপ বা লং এক্সপোজার ফটোগ্রাফির জন্য ট্রাইপড খুব উপযোগী।

৮. ফ্ল্যাশলাইট: রাতে বা কম আলোয় ছবি তোলার জন্য ছোট ফ্ল্যাশলাইট সহায়ক হতে পারে।

৯. লেন্স ক্লিনিং কিট: একটি পরিষ্কার কাপড়, ব্রাশ এবং ব্লোয়ার থাকলে লেন্স পরিষ্কার রাখতে পারবেন।

১০. পাওয়ার ব্যাঙ্ক: মোবাইলের পাশাপাশি ক্যামেরার জন্যও কাজে আসতে পারে।

ভাল ছবি তোলার কিছু টিপস-

১. আলোর ব্যবহার: ছবি তোলার জন্য আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সকালের সোনালি আলো বা বিকেলের নরম আলোয় ছবি তুললে তা আরও সুন্দর হয়।

২. কম্পোজিশন: ছবি তোলার সময়ে শুধু সাবজেক্টের উপর ফোকাস না করে কম্পোজিশনের দিকেও নজর দিন। রুল অব থার্ডস মেনে ছবি তুললে তা আরও আকর্ষণীয় হয়।

৩. বিভিন্ন দিক থেকে শট: একই জিনিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলুন। যেমন, মাটিতে বসে, উঁচু জায়গা থেকে বা সাবজেক্টের কাছ থেকে।

৪. ব্যাকগ্রাউন্ডে নজর: আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে কী আছে, তা খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় জিনিস থাকলে তা সরিয়ে দিন বা অ্যাঙ্গেল পরিবর্তন করুন।

৫. পোর্ট্রেট: মানুষের ছবি তোলার সময়ে চোখের উপরে ফোকাস করুন। চোখে আলো থাকলে ছবিটি আরও জীবন্ত লাগে।

৬. ম্যানুয়াল মোড: ক্যামেরার অটো মোডের বদলে ম্যানুয়াল মোড ব্যবহার করা শিখুন। এতে আপনি শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন।

৭. ধৈর্য ধরুন: ভাল ছবি তোলার জন্য অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তাই সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Travel Photography digital camera DSLR using tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy