পুজোর মরসুমে হাতের ফোনটাই যেন হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। প্রতিমা দর্শন থেকে মণ্ডপের আড্ডা— সব কিছুই বন্দি হয় ক্যামেরায়। কিন্তু হঠাৎ যদি দেখা যায়, গ্যালারি খালি? বুক কেঁপে ওঠে, এত ছবি গেল কোথায়! এমন ঘটনা আকছার ঘটে। কখনও ভুল করে, কখনও বা ফোনের গ্যালারি ফাঁকা করতে গিয়ে প্রিয় স্মৃতিগুলি এক ঝলকে মুছে যায়। আতঙ্কের কিছু নেই, কারণ ছবি ফিরে পাওয়ার উপায় আছে। স্বস্তি পেলেন তো?
আধুনিক প্রযুক্তির দুনিয়ায় আছে এর মুশকিল আসান। হ্যাঁ, একদম ঠিকই পড়ছেন। ডিলিট হয়ে যাওয়া ছবি আর ভিডিয়োগুলোকে আবার ফিরে পাওয়া সম্ভব। একেবারে বিনামূল্যে। অবাক লাগছে? এটাই কিন্তু সত্যি।
পুজোর সময় তোলা ছবি বা ভিডিয়ো ডিলিট হয়ে গেলে যা করণীয়—
ভেবে দেখুন তো, আপনার স্মার্টফোনে থাকা ছবিগুলো কোথায় জমা থাকে? বেশির ভাগ ক্ষেত্রেই, ফোনের গ্যালারি অ্যাপে একটা 'রিসাইকেল বিন' বা 'ট্র্যাশ' নামের অপশন থাকে। আপনি যখন কোনও ছবি ডিলিট করেন, তখন সেটা পুরোপুরি মুছে না গিয়ে ওই বিনে জমা হয়। একটা নির্দিষ্ট সময় পরে (সাধারণত ৩০ বা ৬০ দিন) সেগুলি নিজে থেকেই মুছে যায়। তাই কোনও ছবি ডিলিট হয়ে গেলে সবার আগে ওই রিসাইকেল বিনটা খুঁজে দেখুন।
যদি তাতেও কাজ না হয়, তা হলে কী করবেন? অনেকেই আজকাল ‘গুগল ড্রাইভ’, ‘গুগল ফটোস’, ‘ওয়ানড্রাইভ’ বা ‘ড্রপবক্সের’ মতো ক্লাউড স্টোরেজ ব্যবহার করেন। যদি আপনার ফোনে এ সবের ব্যাকআপ অন থাকে, তা হলে আর চিন্তা নেই। গ্যালারি থেকে ছবি ডিলিট হয়ে গেলেও সেগুলি ক্লাউডে সুরক্ষিত থাকে। সেখান থেকে সহজেই ফের ছবিগুলি নামিয়ে নিতে পারেন।
আরও পড়ুন:
আর একটা উপায় আছে। যদি আপনার ফোনের 'ব্যাকআপ' অপশন অন থাকে, তা হলে 'সেটিংস'-এ গিয়ে 'সিস্টেম' বা 'ব্যাকআপ অ্যান্ড রিকভার' অপশনে দেখতে পারেন। সেখানে পুরনো ব্যাকআপ থেকে ছবিগুলি ফিরিয়ে আনার সুযোগ থাকতে পারে।
যদি উপরের কোনও উপায়ই কাজে না আসে, তা হলেও মন খারাপ করার কিছু নেই। অনেক থার্ড পার্টি ডেটা রিকভারি সফটওয়্যার আছে। যেমন ‘ডিস্কডিগার’, ‘ইজইউএস’ বা ‘মোবিসেভার’। এই অ্যাপগুলি আপনার কম্পিউটার বা স্মার্টফোনে ইনস্টল করে মুছে যাওয়া ছবি ও ভিডিয়োগুলি পুনরুদ্ধার করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে একটু সাবধানে যাচাই করে ব্যবহার করতে হবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।