প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

পুজোর ছুটিতে দেদার আলসেমি? ঘরোয়া বিনোদনে সঙ্গী হোক নানা ধরনের গ্যাজেট!

আপনার ঘরেই যদি হলে সিনেমা দেখার মতো পরিবেশ তৈরি করতে চান, তা হলে চাই একটি ভাল প্রজেক্টর। এটি তুলনা মূলকভাবে কম জায়গায় অনেক বড় স্ক্রিনের অভিজ্ঞতা দেয়।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৮:২৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বছরভর কাজের চাপে চোখে সর্ষেফুল। পুজোর ছুটিটা তাই বাড়িতেই আলসেমিতে মজে থাকার সাধ। কী ভাবছেন? সারাদিন শুয়ে-বসেই কাটিয়ে দেবেন? কিন্তু, তাতে কি সময় কাটবে? তার চেয়ে বরং বাড়িতেই মজুত রাখুন কিছু গ্যাজেট। যাতে পুজোর ছুটিতে সারাদিন ঘরে থাকলেও আপনার বিনোদনের কোনও ঘাটতি না হয়। এই প্রতিবেদনে রইল তারই উপযোগী কিছু গ্যাজেটের তথ্য।

টিভি বা প্রজেক্টর

স্মার্ট টিভি: এখনকার স্মার্ট টিভিগুলি শুধুই টেলিভিশনের অনুষ্ঠান দেখার জন্য ব্যবহার করা হয় না। বরং, সেগুলি হল বিনোদনের এক কমপ্লিট প্যাকেজ! এতে আপনি সহজেই ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও-র মতো স্ট্রিমিং অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। এমন বড় স্ক্রিনে সিনেমা বা পছন্দের সিরিজ দেখার মজাই আলাদা!

প্রজেক্টর: আপনাকে সিনেমা হলে যেতে হবে না। উল্টে সিনেমা হলই যদি হাজির হয় আপনার বাড়ি? ঘরে বসেই একেবারে প্রেক্ষাগৃহের পরিবেশ তৈরি করতে একটি ভাল প্রজেক্টর কিনতে পারেন। এটি তুলনামূলক ভাবে কম জায়গায় অনেক বড় পর্দার অভিজ্ঞতা দেয়।

গেমিং কনসোল

প্লেস্টেশন বা এক্সবক্স: যদি গেমিংই আপনার 'প্রথম প্রেম' হয়, তা হলে একটি গেমিং কনসোল আপনার পুজোর ছুটিকে আরও রঙিন করে তুলবেই! এতে আপনি বন্ধুদের সঙ্গে বা একা-একাই বিভিন্ন ধরনের গেম উপভোগ করতে পারবেন। নতুন মডেলগুলিতে হাই-ডেফিনিশন গ্রাফিক্স এবং আকর্ষণীয় গেম স্টোরি থাকে।

সুইচ: এটি পোর্টেবল কনসোল হওয়ায় আপনি বাড়িতে থাকাকালীন যে কোনও জায়গায় বসে গেম খেলতে পারবেন। টিভির সঙ্গেও এটি সংযুক্ত করা যায়। ফলে দু'ধরনেরই অভিজ্ঞতা পেতে পারবেন।

অডিও ডিভাইস

সাউন্ডবার: টিভিতে শব্দের মান যদি ভাল না হয়, তা হলে একটি সাউন্ড বার কিনতে পারেন। এটি আপনার সিনেমা বা গেমিং-এর অভিজ্ঞতাকে আরও বাস্তবমুখী করে তোলে!

ব্লুটুথ স্পিকার: পুজোয় বন্ধুদের সঙ্গে ভার্চুয়াল আড্ডা বা হালকা মেজাজের গান শোনার জন্য একটি ভাল ব্লুটুথ স্পিকার কিনতে পারেন। এগুলি পোর্টেবল হওয়ায় ঘরের যে কোনও জায়গায় নিয়ে যেতে পারবেন।

ওয়্যারলেস হেডফোন: নিজের মতো করে গান বা পডকাস্ট শুনতে ভালবাসেন? তা হলে একটি ভাল মানের নয়েজ-ক্যানসেলিং হেডফোন আপনার জন্য সেরা গ্যাজেট হতেই পারে। এতে গান শোনার সময়ে বাইরের কোনও শব্দ আর আপনাকে বিরক্ত করবে না।

ই-বুক রিডার

কিন্ডল বা অন্যান্য ই-বুক রিডার: যাঁরা বই পড়তে ভালবাসেন, তাঁদের জন্য ই-বুক রিডার একটি অসাধারণ গ্যাজেট। এর স্ক্রিন চোখের জন্য আরামদায়ক এবং এতে হাজার হাজার বই ডিজিট্যালি সংরক্ষণ করা যায়।

এ ছাড়াও, একটি ট্যাবলেট বা ল্যাপটপও আপনার বিনোদনের রসদ জোগাতে পারে। পুজোর ছুটিতে এই গ্যাজেটগুলির মধ্যে নিজের সবথেকে পছন্দের বিকল্পটি বেছে নিতে পারেন। উৎসবের আলসে আমেজে পুজোর দিনগুলো হয়ে উঠবে আনন্দময়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Gadgets for Home Entertainment Puja Holidays
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy