Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga puja 2024 Gadgets

পুজোর ছবি হোক মনের মতো, ৩০ হাজার টাকার মধ্যে নতুন ক্যামেরা ফোনে

নীচে দেওয়া ফোনের তালিকা থেকে বেছে নিতে পারেন ৩০ হাজার টাকার মধ্যে আপনার মনের মতো ফোন।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৩
Share: Save:

ঠাকুর দেখবেন আর নানা রকম থিমের প্যান্ডেল, আলোকসজ্জা, প্রতিমা ক্যামেরাবন্দি করে রাখবেন না, তা-ও কি হয়! কিন্তু ভিড়ের মধ্যে ভারী ক্যামেরা কাঁধে ঘোরাও মুশকিল। মুশকিল আসান হোক আপনার মোবাইল ক্যামেরা। সে কথা মাথায় রেখে মুঠোফোন যদি বদলাতে চান, তা হলে এমন মডেল কিনুন, যার ক্যামেরা হবে ‘হাই-কোয়ালিটি’র।

নীচে দেওয়া ফোনের তালিকা থেকে বেছে নিতে পারেন ৩০ হাজার টাকার মধ্যে আপনার মনের মতো ফোন।

রেডমি নোট ১২ প্রো

৬.৬৭ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন এবং ১২০ Hz + অ্যামোলেড ডিসপ্লে-সহ এই ফোনের দাম পড়বে ২৭,৯৯৯ টাকা। জেনে নেওয়া যাক এই ফোনের কিছু বৈশিষ্ট্য:

ডিসপ্লে - ১০৮০ X ২০০০ পিক্সেলস

প্রসেসর - মিডিয়াটেক

র‍্যাম - ১২ জিবি

স্টোরেজ - ২৫৬ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি - ৪৯৮০ mAh

রিয়ার ক্যামেরা - ২০০ এমপি + ৮ এমপি + ২ এমপি

ফ্রন্ট ক্যামেরা - ১৬ এমপি

স্যামসাং গ্যালাক্সি নোট ৮

এটির কোয়াড এইচডি + ডিসপ্লে চমৎকার কনট্রাস্ট তৈরি করে। স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এর দাম ২৯ হাজার টাকা। এর এস-পেনের সূক্ষ্ম টানে আপনি হাতে আঁকা GIF তৈরি, শব্দ অনুবাদ এবং বিক্সবি ভিসন দিয়ে ওয়েবে অনুসন্ধান করতে পারেন।

ডিসপ্লে - ৬.৩০ ইঞ্চি, ১৪৪০ X ২৯৬০ পিক্সেলস

প্রসেসর - স্যামসাং এক্সিনস ৮৮৯৫

র‍্যাম - ৬ জিবি

স্টোরেজ - ৬৪ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি - ৩৩০০ mAh

রিয়ার ক্যামেরা - ১২ এমপি + ১২ এমপি

ফ্রন্ট ক্যামেরা - ৮ এমপি

মোটোরোলা এজ ৫০

এই ফোনের ক্যামেরা সেটআপ খুবই ভাল। পিছনের দিকে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এ ছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেল এবং ১০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা f/২.৪ অ্যাপারেচার-সহ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ডিসপ্লে - ৬.৭ ইঞ্চি, ১২২০ X ২৭১২ পিক্সেলস

প্রসেসর - অক্টাকোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন

র‍্যাম - ৮ জিবি

স্টোরেজ - ২৫৬ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি - ৫০০০ mAh

রিয়ার ক্যামেরা - ৫০ এমপি + ১৩ এমপি + ১০ এমপি

ফ্রন্ট ক্যামেরা - ১৩ এমপি

স্যামসাং এস ২১ এফই

স্যামসাং-এর এই মডেলের ওজন মাত্র ১৭৭ গ্রাম। এর আলট্রা-ওয়াইড ক্যামেরা ছবি তোলার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে।

ডিসপ্লে - ৬.৪০ ইঞ্চি, ১০৮০ X ২৩৪০ পিক্সেলস

প্রসেসর - অক্টাকোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন

র‍্যাম - ৮ জিবি

স্টোরেজ - ১২৮ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি - ৪৫০০ mAh

রিয়ার ক্যামেরা - ১২ এমপি + ১২ এমপি + ৮ এমপি

ফ্রন্ট ক্যামেরা - ৩২ এমপি

ওয়ান প্লাস ১০ প্রো

ওয়ান প্লাসের এই মডেলের পিছন দিকে ট্রিপল ক্যামেরা এবং সামনে ৩২ এমপি-র সেলফি ক্যামেরা রয়েছে। এটি ১২০fps-এ ৪K অথবা ২৪fps-এ ৮K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে।

ডিসপ্লে - ৬.৭০ ইঞ্চি, ১৪৪০ X ৩২১৬ পিক্সেলস

প্রসেসর - অক্টাকোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১

র‍্যাম - ১২ জিবি

স্টোরেজ - ২৫৬ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি - ৫০০০ mAh

রিয়ার ক্যামেরা - ৪৮ এমপি + ৫০ এমপি + ৮ এমপি

ফ্রন্ট ক্যামেরা - ৩২ এমপি

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

অন্য বিষয়গুলি:

Camera photo Ananda Utsav 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE