প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

পুজোর আগে বাড়ি-অফিসে ঝামেলা ছাড়াই বিদ্যুৎ! ৮ হাজার টাকার মধ্যে সেরা ৬টি ইনভার্টারের তালিকা

তা হলে আর দেরি কেন? পুজোর শপিং-এর তালিকায় এই ইনভার্টারটিও যোগ করে নেওয়া যায়। ৮,০০০ টাকার মধ্যে ৬টি সেরা ইনভার্টার সম্পর্কে জানা যাক, যা আপনার উৎসবের আনন্দকে দ্বিগুণ করবে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৬
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

এই সময়টায় আনন্দ, হাসি, আর হাজারো উৎসবের মেজাজে ভাসতে থাকে বাঙালি। এই সময়ে আলোয় ভরে ওঠে প্রতিটি বাড়ি। অথচ, এই আলোর উৎসবের মধ্যেই আচমকা লোডশেডিং! আনন্দের মুহূর্তটা যেন হঠাৎ থমকে যায়। টিভি-তে চলছে পুজোর বিশেষ অনুষ্ঠান, চলছে জমিয়ে আড্ডা, আর হঠাৎ করে অন্ধকার! বিরক্ত লাগে, তাই না? অথচ, সামান্য বুদ্ধি করে একটা ইনভার্টার থাকলে এই সমস্যা নিমেষে দূর হয়।

আজকের বাজারে এমন অনেক ইনভার্টার রয়েছে যা কম দামে, দুর্দান্ত ব্যাকআপ দেয়, আর তাতে আছে স্মার্ট ফিচারও। বাড়িতে বা অফিসে, জরুরি ডিভাইসগুলো সচল রাখতে এদের জুড়ি মেলা ভার।

তা হলে আর দেরি কেন? পুজোর শপিং-এর তালিকায় এই ইনভার্টারটিও যোগ করে নেওয়া যায়। ৮,০০০ টাকার মধ্যে ৬টি সেরা ইনভার্টার সম্পর্কে জানা যাক, যা আপনার উৎসবের আনন্দকে দ্বিগুণ করবে:

১. লুমিনাস জেলিও+ ১১০০: ৯০০ভিএ/১২ভি পিওর সাইন ওয়েভ আউটপুট-এর এই ইনভার্টারটি সংবেদনশীল ইলেকট্রনিক্স ডিভাইস-এর জন্য একেবারে আদর্শ। এর স্মার্ট এলসিডি ডিসপ্লে ব্যাটারি স্ট্যাটাস ও লোড লেভেল সম্পর্কে সব তথ্য দেয়। ইনস্টলেশন সহজ, তাই ব্যবহার করাও খুব সুবিধাজনক।

২. ভি-গার্ড প্রাইম ১১৫০: ১০০০ভিএ/১২ভি পিওর সাইন ওয়েভ প্রযুক্তির এই ইনভার্টারটি আলো, পাখা, টিভি, এমনকি ফ্রিজ চালানোর জন্যও উপযুক্ত। এটি বিভিন্ন ধরনের ব্যাটারির সাথে সামঞ্জস্যপূর্ণ। তিন বছরের ওয়ারেন্টি এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

৩. মাইক্রোটেক স্মার্ট হাইব্রিড ১২৭৫: ডিজিটাল ও সাইন ওয়েভ প্রযুক্তির মিশেলে তৈরি এই ইনভার্টারটির পারফর্মেন্স দারুণ। এর ইন্টেলিজেন্ট ব্যাটারি গ্র্যাভিটি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখে। দীর্ঘ ব্যাকআপ ও দক্ষ চার্জিং-এর জন্য এটি খুব জনপ্রিয়।

৪. ভি-গার্ড স্মার্ট প্রো ১২০০: আইওটি (IoT) প্রযুক্তি-যুক্ত এই ইনভার্টারটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনেও নিয়ন্ত্রণ করা যায়। লোডশেডিংয়ের সময় দ্রুত চার্জিংয়ের সুবিধা পাওয়া যায়। তাই যারা আধুনিক ফিচার পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ একটি অপশন।

৫. লুমিনাস ইকো ওয়াট নিও ১০৫০: ৯০০ভিএ/১২ভি স্কোয়ার ওয়েভ-এর এই ইনভার্টারটি প্রতিদিনের ব্যবহারের জন্য খুবই উপযোগী। এটি ল্যাপটপ, টিভি, ফ্যান এবং ছোট ফ্রিজও চালাতে সক্ষম। কম রক্ষণাবেক্ষণে এটি দীর্ঘস্থায়ী পরিষেবা দেয়।

৬. মাইক্রোটেক সুপার পাওয়ার ১১০০: আধুনিক ডিজাইন-এর এই ইনভার্টারটি ৯৫০ভিএ/১২ভি ক্ষমতা নিয়ে আসে। এর ডিজিটাল প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করে। সামনের এলইডি ডিসপ্লেতে ব্যাটারি ও চার্জিংয়ের অবস্থা সহজেই জানা যায়। ফ্ল্যাট প্লেট, টিউবুলার, এবং এসএমএফ ব্যাটারির সঙ্গে এটি ব্যবহার করা যায়।

এই সেরা বিকল্পগুলির মধ্যে থেকে নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনও একটি বেছে নিলে আর কোনও লোডশেডিং-এর ভয় থাকবে না। পুজোয় নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করার এটাই সময়।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy