শারদীয়ার ছুটিতে ট্রেন ধরার মজাই আলাদা। ট্রেনের চাকার সেই শব্দ, কামরার মধ্যে ভেসে আসা গরম চায়ের গন্ধ, আর কামরায় বসে সহযাত্রীদের সঙ্গে নানান গল্প। এ সবই যেন গল্পের এক বিশাল ভান্ডার। তবে এই পুজোয় যদি সমুদ্র বা পাহাড় থেকে ঘুরে আসা যায়, তবে সেটা মন্দ হয় না। কলকাতার পুজোর রমরমা থেকে একটু দূরে ট্রেনে চেপে ঘুরতে যাবেন ভাবছেন? তবে এই টিপ্সগুলি রেলপথের জাদু আরও দ্বিগুণ করতে পারে।