দেব দীপাবলির জন্য প্রস্তুত হচ্ছে বারাণসী এবং কাশী। এই বছর ১০ লক্ষ প্রদীপের আলোয় সেজে উঠবে কাশীর ঘাট। থাকছে অন্যান্য নানা ধরনের অনুষ্ঠানের ব্যবস্থাও। কার্তিক মাসের পূর্ণিমায় উদ্যাপিত হয় দেবতাদের দীপাবলি। মনে করা হয় এ দিন ত্রিপুরাসুরকে দেবাদিদেব মহাদেব বধ করার পর দেবতারা শিবের জায়গা কাশীতে নেমে এসেছিলেন। উদ্যাপন করেছিলেন দীপাবলি। সেই থেকেই কাশীতে এই উৎসব চলে আসছে।