দুর্গাপুজোর ছুটিতে যাঁরা ভিড় এবং কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে ছুটি কাটাতে চান, তাঁদের জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসি। সবুজ পাহাড়, ঘন বন এবং আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় এই স্থানটি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। কী ভাবে সেখানে যাবেন, কোথায় থাকবেন এবং কী কী দেখবেন– তার একটি সবিস্তার পরিকল্পনা করে নিন।
কী ভাবে যাবেন? কলকাতা থেকে বাংরিপোসি পৌঁছনো খুবই সহজ। ট্রেনে: হাওড়া স্টেশন থেকে বাংরিপোসি যেতে সবচেয়ে ভাল উপায় হল ট্রেন। হাওড়া থেকে ময়ূরভঞ্জ জেলায় বারিপদা বা বালেশ্বর স্টেশনে নামতে পারেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে বাংরিপোসি পৌঁছতে পারেন। বারিপদা থেকে বাংরিপোসির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার এবং বালেশ্বর থেকে এর দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।