প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner
Durga Puja Holidays

পুজোর ভিড় এড়িয়ে এ বার একদম ফাঁকায় ফাঁকায় ঘোরা! রইল ১০টি জায়গার সন্ধান

এ বার পুজোর সময়ে বেড়াতে যাবেন ভাবছেন? বিদেশ নয়, দেশের মধ্যেই ঘুরতে চান। আবার খুব বেশি ভিড়েও যেতে চান না? তা হলে একটু অফবিট লোকেশনে ঘুরে আসতে পারেন। এরকম ১০টি জায়গার সম্পর্কে জেনে নিন।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮
Share: Save:
০১ ১১
দুর্গাপুজোর সময় দেশের বেশি পরিচিত বেড়ানোর জায়গাগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। যাঁরা পুজোর ছুটিতে ভিড় এড়িয়ে একটু নিরিবিলি এবং অন্য রকম কিছু অভিজ্ঞতা পেতে চান, তাঁদের জন্য রইল ভারতের কিছু অফবিট গন্তব্যের সন্ধান। এই জায়গাগুলি গেলে আপনি একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য এবং শান্ত পরিবেশের স্বাদ নিতে পারবেন।

দুর্গাপুজোর সময় দেশের বেশি পরিচিত বেড়ানোর জায়গাগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। যাঁরা পুজোর ছুটিতে ভিড় এড়িয়ে একটু নিরিবিলি এবং অন্য রকম কিছু অভিজ্ঞতা পেতে চান, তাঁদের জন্য রইল ভারতের কিছু অফবিট গন্তব্যের সন্ধান। এই জায়গাগুলি গেলে আপনি একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য এবং শান্ত পরিবেশের স্বাদ নিতে পারবেন।

০২ ১১
১. মুন্সিয়ারী, উত্তরাখণ্ড মুন্সিয়ারী উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এটি 'ছোট কাশ্মীর' নামেও পরিচিত। এখান থেকে হিমালয়ের পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের অসাধারণ দৃশ্য দেখা যায়। এখানে কোনও ভিড় নেই, আছে শুধু প্রকৃতির স্নিগ্ধতা।

১. মুন্সিয়ারী, উত্তরাখণ্ড মুন্সিয়ারী উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এটি 'ছোট কাশ্মীর' নামেও পরিচিত। এখান থেকে হিমালয়ের পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের অসাধারণ দৃশ্য দেখা যায়। এখানে কোনও ভিড় নেই, আছে শুধু প্রকৃতির স্নিগ্ধতা।

০৩ ১১
২. হেমিস, লাদাখ যদি আপনি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তা হলে লাদাখের হেমিস আপনার জন্য উপযুক্ত। এখানকার প্রধান আকর্ষণ হেমিস ন্যাশনাল পার্ক। এটি ভারতের একমাত্র জাতীয় উদ্যান, যেখানে স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। এখানে পর্যটকদের ভিড় কমই থাকে।

২. হেমিস, লাদাখ যদি আপনি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তা হলে লাদাখের হেমিস আপনার জন্য উপযুক্ত। এখানকার প্রধান আকর্ষণ হেমিস ন্যাশনাল পার্ক। এটি ভারতের একমাত্র জাতীয় উদ্যান, যেখানে স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। এখানে পর্যটকদের ভিড় কমই থাকে।

০৪ ১১
৩. তাজপুর, পশ্চিমবঙ্গ পায়ে হেঁটে ঘুরে দেখার মতো পশ্চিমবঙ্গের একটি অফবিট জায়গার নাম হলো তাজপুর। দিঘা এবং মন্দারমনির মতো জনপ্রিয় সমুদ্র সৈকতের কাছে হলেও, তাজপুর তুলনামূলক ভাবে অনেকটাই শান্ত। এখানে সমুদ্রের ধারে লাল কাঁকড়ার আনাগোনা দেখা যায়, যা এক অন্যরকম অভিজ্ঞতা। এ ছাড়া, ঝাউবনের মধ্য দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে।

৩. তাজপুর, পশ্চিমবঙ্গ পায়ে হেঁটে ঘুরে দেখার মতো পশ্চিমবঙ্গের একটি অফবিট জায়গার নাম হলো তাজপুর। দিঘা এবং মন্দারমনির মতো জনপ্রিয় সমুদ্র সৈকতের কাছে হলেও, তাজপুর তুলনামূলক ভাবে অনেকটাই শান্ত। এখানে সমুদ্রের ধারে লাল কাঁকড়ার আনাগোনা দেখা যায়, যা এক অন্যরকম অভিজ্ঞতা। এ ছাড়া, ঝাউবনের মধ্য দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে।

০৫ ১১
৪. শিমলা, হিমাচল প্রদেশ শিমলা বলতে আমরা সাধারণত হিমাচলের বিখ্যাত পাহাড়ি শহরটিকে বুঝি। কিন্তু এখানে কিছু অফবিট জায়গা আছে, যেমন শোজা। এই জায়গাটি শিমলার কোলাহল থেকে অনেক দূরে। এখানে আপনি শান্ত পরিবেশে বিশ্রাম নিতে পারেন।

৪. শিমলা, হিমাচল প্রদেশ শিমলা বলতে আমরা সাধারণত হিমাচলের বিখ্যাত পাহাড়ি শহরটিকে বুঝি। কিন্তু এখানে কিছু অফবিট জায়গা আছে, যেমন শোজা। এই জায়গাটি শিমলার কোলাহল থেকে অনেক দূরে। এখানে আপনি শান্ত পরিবেশে বিশ্রাম নিতে পারেন।

০৬ ১১
৫. জাওয়াল, হিমাচল প্রদেশ জাওয়াল শিমলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যাঁরা শান্ত পরিবেশ এবং ট্রেকিং পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি দারুণ জায়গা।

৫. জাওয়াল, হিমাচল প্রদেশ জাওয়াল শিমলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যাঁরা শান্ত পরিবেশ এবং ট্রেকিং পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি দারুণ জায়গা।

০৭ ১১
৬. সাসারাম, বিহার একটি সুন্দর এবং তুলনামূলক ভাবে কম পরিচিত অফবিট জায়গা হল বিহারের শের শাহ সুরির সমাধি। এটি সাসারামে অবস্থিত। এই সমাধিটি মুঘল স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। এটি একটি কৃত্রিম হ্রদের মাঝখানে অবস্থিত এবং এর চারপাশের শান্ত পরিবেশ এটিকে একটি নিরিবিলি গন্তব্য করে তুলেছে।

৬. সাসারাম, বিহার একটি সুন্দর এবং তুলনামূলক ভাবে কম পরিচিত অফবিট জায়গা হল বিহারের শের শাহ সুরির সমাধি। এটি সাসারামে অবস্থিত। এই সমাধিটি মুঘল স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। এটি একটি কৃত্রিম হ্রদের মাঝখানে অবস্থিত এবং এর চারপাশের শান্ত পরিবেশ এটিকে একটি নিরিবিলি গন্তব্য করে তুলেছে।

০৮ ১১
৭. শোজা, হিমাচল প্রদেশ শোজা হিমাচলের এক দারুণ স্থান। এখানে এলে আপনি সবুজ পাহাড়, পাইন বন এবং পাখির ডাকে হারিয়ে যাবেন।

৭. শোজা, হিমাচল প্রদেশ শোজা হিমাচলের এক দারুণ স্থান। এখানে এলে আপনি সবুজ পাহাড়, পাইন বন এবং পাখির ডাকে হারিয়ে যাবেন।

০৯ ১১
৮. মাউন্ট আবু, রাজস্থান মাউন্ট আবু রাজস্থানের এক মাত্র পাহাড়ি গন্তব্য বেড়াতে যাওয়ার। এখানকার দিলওয়ারা মন্দির, নাক্কি হ্রদ এবং প্রকৃতির সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।

৮. মাউন্ট আবু, রাজস্থান মাউন্ট আবু রাজস্থানের এক মাত্র পাহাড়ি গন্তব্য বেড়াতে যাওয়ার। এখানকার দিলওয়ারা মন্দির, নাক্কি হ্রদ এবং প্রকৃতির সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।

১০ ১১
৯. পাংগং, লাদাখ লাদাখের পাংগং লেক তার স্বচ্ছ জল এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এখানেও কয়েকটা দিন কাটাতে পারেন। তবে অক্টোবরে মারাত্মক ঠান্ডা হবে, সেটাও মাথায় রাখা দরকার।

৯. পাংগং, লাদাখ লাদাখের পাংগং লেক তার স্বচ্ছ জল এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এখানেও কয়েকটা দিন কাটাতে পারেন। তবে অক্টোবরে মারাত্মক ঠান্ডা হবে, সেটাও মাথায় রাখা দরকার।

১১ ১১
১০. অট, হিমাচল প্রদেশ অট হিমাচল প্রদেশের কুফরি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত।  এই অফবিট স্থানগুলি গেলে আপনি পুজোর ভিড় এড়িয়ে এক নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন।  (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

১০. অট, হিমাচল প্রদেশ অট হিমাচল প্রদেশের কুফরি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই অফবিট স্থানগুলি গেলে আপনি পুজোর ভিড় এড়িয়ে এক নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy