পুজোর ছুটি মানেই অনেকের কাছে বেড়াতে যাওয়া। শুধু দেশে নয়, দেশের বাইরেও পাড়ি দেওয়ার এক সুবর্ণ সুযোগ। কিন্তু শেষ মুহূর্তে প্ল্যান করলে বাজেট বেড়ে যাওয়ার ভয় থাকে। তবে চিন্তা নেই! সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত মাত্র ১০ দিনের জন্য কম খরচে দারুণ কিছু বিদেশ-ভ্রমণ প্ল্যান করা সম্ভব। এখানে তেমনই পাঁচটি গন্তব্যের তালিকা রইল, পুজোয় যেখান থেকে ঘুরে আসা যাবে স্বল্প বাজেটে।