পুজোর ছুটিতে ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান? তবে পূর্ব বর্ধমানের আউশগ্রাম এবং আদুরিয়ার জঙ্গল হতে পারে আপনার জন্য এক নতুন গন্তব্য। সম্প্রতি বলিউডের 'মা' ও 'পিপ্পা' এবং বাংলার 'রঘু ডাকাত'-এর মতো ছবির শ্যুটিং এই জঙ্গলগুলিতে হওয়ায় পর্যটকদের কাছে ক্রমশ তাদের আকর্ষণ বাড়ছে। শারদীয় ছুটিতে এখানকার শাল, মহুয়া আর পলাশ গাছের ভিড়ে এক অন্য রকম অভিজ্ঞতা পেতেই পারেন।
কী ভাবে যাবেন? সড়ক পথে: কলকাতা থেকে আউশগ্রামের দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। গাড়ি নিয়ে যেতে চাইলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। দুর্গাপুরের পরে আউশগ্রাম হয়ে সহজেই জঙ্গলে পৌঁছে যাবেন। কলকাতা থেকে সাধারণত ৪-৫ ঘণ্টা সময় লাগে। রেলপথে: ট্রেন যাত্রার ক্ষেত্রে দুর্গাপুর বা গুসকরা স্টেশনে নামতে পারেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে আউশগ্রাম বা আদুরিয়ার জঙ্গলে পৌঁছনো যায়।