দুর্গাপুজোয় কলকাতা ও তার আশপাশের ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে নিরিবিলি ছুটি কাটানোর সাধ? তা হলে জঙ্গলমহল হতে পারে আপনার জন্য দারুণ ঠিকানা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশ নিয়ে গড়া এই অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য, অরণ্য এবং আদিবাসীদের পুজোর জন্য পরিচিত। এখানে পুজোর সময়ে গেলে আপনি যে শুধু প্রকৃতির কাছে যেতে পারবেন, তা নয়। বরং সেখানকার মানুষের সহজ জীবনযাপন এবং তাঁদের সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখতে পাবেন।