পুজোয় বেড়াতে যাবেন, অথচ হোটেল বুকিং নেই? হতেই পারে। কারণ, দুর্গাপুজো মানেই বাঙালির কাছে খাওয়া-দাওয়া, আড্ডা আর বেড়াতে যাওয়া। প্রবল চাহিদা থাকায় এই সময়ে হোটেল বা রিসর্ট বুকিং নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। যাতায়াতের টিকিট বুকিং হয়ে যাওয়ার পরে যদি দেখেন থাকার কোনও জায়গা জুটছে না, তা হলে মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে মুশকিল আসানে কিছু ব্যবস্থাও করতে পারেন কিন্তু।