প্রতীকী চিত্র।
চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক পদে কাজের জন্য এই নিয়োগ। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ে একজন ফিন্যান্স অফিসার নিয়োগ করা হবে। তাঁকে প্রথমে ছ’মাস চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরে নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে। তবে বয়স ৬৫ বছর হলে কাজে অব্যাহতি নিতে হবে। নিযুক্তকে সরকারি নিয়ম মেনে প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদনকারীদের কমার্স বা ফিন্যান্স-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা অন্য পেশাদারি যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন কোনও সরকারি সংস্থায় কাজের ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতাও। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে সবিস্তার উল্লেখ করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেএনসি ক্যাম্পাসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র ও অন্য নথি-সহ উপস্থিত হতে হবে।