Viral Video

পর্যটকদের বাসে উঠে হামলা, জানালা দিয়ে থাবা বাড়িয়ে মহিলার পোশাক ছিঁড়ে দিল হিংস্র চিতাবাঘ! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বানারঘাট্টা জাতীয় উদ্যানে বাসে করে সাফারিতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল। বাসটিতে ১২ জনেরও বেশি পর্যটক ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৪:৩২
Leopard attacks safari bus full of tourists In Karnataka\\\\\\\'s Bannerghatta National Park

ছবি: এক্স থেকে নেওয়া।

পর্যটকদের বাসে উঠে গিয়ে চিতাবাঘের হামলা! কর্নাটকের বানারঘাট্টা জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে জখম হলেন এক মহিলা পর্যটক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বানারঘাট্টা জাতীয় উদ্যানে বাসে করে সাফারিতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল। বাসটিতে ১২ জনেরও বেশি পর্যটক ছিলেন। জঙ্গলে সফর করার সময় হঠাৎই ওই বাসের সামনে চলে আসে একটি হিংস্র চিতাবাঘ। তাকে দেখে চালক বাস থামিয়ে দেন। চিতাবাঘটি প্রথমে বাসের বাইরে ঘুরঘুর করতে থাকে। বাসে ওঠার চেষ্টাও করে ক্রমাগত। এর পর হঠাৎ এক লাফে উঠে বাসের জানালা দিয়ে এক মহিলা পর্যটকের হাতে থাবা বসায় চিতাবাঘটি। তাঁর কাপড়ও টেনে ধরে। বাকি পর্যটকেরা রে রে করে তেড়ে গেলে আবার বাস থেকে নেমে যায় সে। তবে মহিলার পোশাকের কিছুটা ছিঁড়ে তার থাবায় আটকে যায়। আতঙ্ক ছড়ায় বাকি পর্যটকদের মধ্যে। সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেন তাঁরা। তবে বাসের জানালার বাইরে বড় গ্রিল থাকায় বাসের একদম ভিতরে ঢুকতে পারেনি চিতাবাঘটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, চিতাবাঘের হামলায় আহত হয়েছেন চেন্নাই থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা ওই মহিলা পর্যটক। তবে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এলিজ়াবেথ কুরিয়ান নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিস্মিতও হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! এ জন্য আমার জঙ্গলে যেতে ভয় করে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কী হিংস্র, কী ক্ষিপ্র চিতাবাঘ! খুব জোর বেঁচে গিয়েছেন মহিলা।’’

Advertisement
আরও পড়ুন