Advertisement
Back to
Presents
Associate Partners
Mamata Banerjee

‘বোমা ফাটানোর সাহস থাকলে আজই বলো’, নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ করলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:১৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৩৭ key status

কমিশনকে বলব, চোখ খুলে দেখুন আর ব্যবস্থা নিন: মমতা

কেন্দ্রীয় বাহিনী নিয়ে আবারও সরব তৃণমূল নেত্রী। বালুরঘাট থেকে তিনি বলেন, ‘‘১৯ তারিখ আমাদের এক ভাইকে বিএসএফ গুলি করে দিয়েছে। আগেও শীতলখুচিতে চার জনকে গুলি করে মেরেছিল। যদি দেখেন কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে, তবে আমাদের কাউকে না কাউকে ফোন করে জানাবেন। প্রশাসন ব্যবস্থা করে দেবে। আমার কাছে এক জন অভিযোগ করেছেন যে ১৯ তারিখ চার-পাঁচ জন বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে গ্রামের মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কী হচ্ছে এই সব! আমি নির্বাচন কমিশনকে বলব, চোখ খুলে দেখুন আর ব্যবস্থা নিন।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:২৪ key status

আবাস নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র, বালুরঘাটের সভা থেকে মোদী সরকারকে আবার নিশানা করেন মমতা। পাশাপাশি তিনি এ-ও বলেন, ‘‘ভোটের পর ১১ লক্ষ বাড়ি আমরাই করে দেব। এই বছরের শেষে একটা কিস্তি দেব, পরের বছরের শুরুতে একটা কিস্তি দেব। আমরা ভিক্ষা চাইব না।’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:২০ key status

শ্বেতপত্র প্রকাশ করো, দেখতে চাই কে চোর, কে সাধু: মমতা

মুখ্যমন্ত্রী রবিবারের জনসভা থেকে বলেন, ‘‘৩৫০ কেন্দ্রীয় টিম পাঠিয়েছ। অনেক জ্বালিয়েছ। আমি ১০ দিন ধরে বলে যাচ্ছি শ্বেতপত্র প্রকাশ করো। বিহার, বাংলা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এজি রিপোর্ট-সহ শ্বেতপত্র প্রকাশ করো। আমি দেখতে চাই কে চোর, আর কে সাধু।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:১৩ key status

বোমা ফাটানোর সাহস থাকলে আজই বলো: মমতা

বালুরঘাটের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা মমতার। তিনি বলেন, ‘‘সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় গদ্দার, উনি মাঝেমধ্যেই ইডি, এনআইএকে দিয়ে গ্রেফতার করান। মনে হয় যেন কেন্দ্রের সরকারটা উনিই চালান। কাকে কখন গ্রেফতার করা হবে, বদলি করা হবে, খুন করা হবে, উনিই বলছেন। বলছে নাকি বোমা ফাটাবে। বোমাটা কি মেরে ফেলার বোমা? সাহস থাকলে আজই বলো।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:০২ key status

মহুয়া মৈত্রকে তোমরা বার করে দিয়েছিলে: মমতা

বালুরঘাটের সভা থেকে মমতা বলেন, ‘‘আমাদের সাংসদেরা জীবন দিয়ে লড়াই করে। আর তোমরা তাঁদের পেটাও, তোমরা বাতিল করে দাও। মহুয়া মৈত্র এক জন মহিলা সাংসদ, তাঁকে তোমরা বার করে দিয়েছ।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৫৮ key status

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী করছে বলতে গেলে একটা রামায়ণে কুলাবে না: মমতা

বালুরঘাটের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে তৃণমৃল নেত্রী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী করেছে, তা বলতে শুরু করে তবে দিনরাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরান, একটা বাইবেলে কুলাবে না।’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৪৪ key status

দূরদর্শনকে দূর করে দিন: মমতা

বালুরঘাটের সভা থেকেও দূরদর্শনের লোগোর রং গেরুয়া করা নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, ‘‘দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন। একদিন এটা আমাদের গর্ব ছিল। কাল থেকে গেরুয়া করে দিয়েছে।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৪০ key status

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সরব মমতা

বালুরঘাটের সভা থেকেও ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সরব মমতা। তাঁর কথায়, ‘‘বিজেপির অনেক টাকা আছে, তাই মিথ্যে কথা বলে রোজ কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে। অথচ ১০০ দিনের কাজের টাকা নেই। তিন বছর টাকা দিল না গরিব লোকগুলোর।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৩৬ key status

‘আমরা আপনাদের প্রেশার কুকার’, মোদীকে খোঁচা মমতার

মমতা বলেন, ‘‘নির্বাচনের সময় যদি আপনি বিমানবন্দর চালু করে দেন, তবে অনেক মানুষের মনে হবে আমাদের প্রেশারে করে দিয়েছেন। আমি আপনার প্রেশার কুকার। আমাকে তো প্রেশার দিতেই হবে।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৩২ key status

বালুরঘাটে বিমানবন্দর তৈরি করে দিয়েছি: মমতা

বালুরঘাটে বিমানবন্দর নিয়ে মোদীকে খোঁচা মমতার। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী এখানে এসে বলে গিয়েছেন মমতাজি করতে দিচ্ছে না। আমি বলছি চোখ খুলে দেখুন। বালুরঘাট বিমানবন্দরের কাজ হয়েছে কি হয়নি? আমরা তো বেলুরঘাট নয়, বালুরঘাটে এসে বলছি। বিমানবন্দর পুরো তৈরি, কিন্তু আপনি বিমান দিচ্ছেন না। তাই চালু হচ্ছে না।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:২৫ key status

কৈফিয়ত দিতে হবে মোদীকে: মমতা

বালুরঘাটের সভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপির কিছু গদ্দার বলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে? আমি একটা কথা বলতে চাই, এটা কি বাংলার নির্বাচন যে আমার কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে? এটা দিল্লির নির্বাচন। তাই কৈফিয়তও মোদীকে দিতে হবে।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:১৬ key status

দ্বিতীয় সভা মমতার

রবিবার প্রথমে বালুরঘাটের কুমারগঞ্জের চকরাম রায় গ্রাউন্ডে সভা করেছেন মমতা। এ বার বিপ্লব মিত্রের সমর্থনে বালুরঘাট টাউন ক্নাবের মাঠে দ্বিতীয় সভা করছেন তিনি।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:১৬ key status

বালুরঘাটে দ্বিতীয় সভা মমতার

রবিবার বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জোড়া সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রেই বিজেপির টিকিটে লড়ছেন বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE