Advertisement
Back to
Presents
Associate Partners
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৭:২১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:৩৮ key status

ফের নিজের ‘গ্যারান্টি’র কথা মোদীর মুখে

বাংলায় ‘সিন্ডিকেটরাজ’ চলছে বলে খোঁচা দিলেন মোদী। রাজ্যে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ তুলে বললেন, “দুর্নীতিগ্রস্তদের জেলে থাকতে হবে। এটাই মোদীর গ্যারান্টি।”

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:২৭ key status

লুটের টাকা ফিরিয়ে দেব: মোদী

রাজ্যে ইডির বাজেয়াপ্ত করা ৩০০০ কোটি টাকা গরিবদের ফিরিয়ে দেওয়া হবে বলে ফের জানালেন মোদী। বললেন, “লুটের টাকা গরিবদের ফিরিয়ে দেব।”

Advertisement
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:২৫ key status

দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে ‘ইন্ডিয়া’

দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য কংগ্রেস, বাম এবং তৃণমূল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠন করেছে বলে দাবি করলেন মোদী।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:২৩ key status

তোলাবাজদের বাঁচাচ্ছে তৃণমূল: মোদী

তৃণমূল তোলবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলা চালাচ্ছে। সন্দেশখালি, ভূপতিনগরকাণ্ড প্রসঙ্গে এমনই জানালেন মোদী। তাঁর দাবি, বাংলার সব ক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:২০ key status

তৃণমূলকে শিক্ষা দিতে বললেন মোদী

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ তুলে তাদের শিক্ষা দেওয়ার ডাক দিলেন মোদী। বললেন, “প্রতি বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে।”

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:১৯ key status

তৃণমূলকে আক্রমণ মোদীর

তৃণমূল গরিবের প্রাপ্য টাকা নিজেরা চাইছে। এমনটা দাবি করে মোদী বলেন, “আমি সেটা কী করে হতে দেব?” রাজ্যের তৃণমূল সরকারকে ‘গরিববিরোধী’ বলে আক্রমণ করে মোদী বলেন, এরা কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হতে দিচ্ছে না।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:১৬ key status

১০ বছরের উন্নয়ন কেবল ‘ট্রেলার’

১০ বছরে উন্নয়নের ট্রেলর হয়েছে শুধু। আসল উন্নয়ন এখনও বাকি। জনসভা থেকে এমনই জানালেন প্রধানমন্ত্রী মোদী।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:১২ key status

উত্তরবঙ্গের উন্নয়ন-কথা মোদীর মুখে

কেন্দ্রের বিজেপি সরকারের আমলে উত্তরবঙ্গে কী কী উন্নয়ন হয়েছে, তার ফিরিস্তি দিলেন মোদী। বললেন, “উত্তরবঙ্গে জি২০ সম্মেলন হয়েছে। রেল যোগাযোগ বেড়েছে। তৈরি হয়েছে সড়ক।” একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রে মজবুত সরকার থাকলে উত্তরবঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়বে।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:১১ key status

শক্তিশালী দেশ গড়ার নির্বাচন: মোদী

এই লোকসভা নির্বাচন এক জন সাংসদ বাছার ভোট নয়, শক্তিশালী দেশ গড়ার নির্বাচন। জলপাইগুড়ির জনসভা থেকে বললেন মোদী।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:০৬ key status

ঝড়ে প্রচুর ক্ষতি: মোদী

উত্তরবঙ্গের ঝড়ে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। জনসভা থেকে বললেন মোদী। হতাহতদের পরিবারকে সমবেদনাও জানালেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:০৪ key status

বাংলায় বক্তব্য শুরু মোদীর

“বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালবাসা।” বাংলায় এইটুকু অংশ বলে বক্তব্য শুরু করলেন মোদী। 

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:০০ key status

জলপাইগুড়ির জনসভায় মোদী

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জনসভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে এই আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এ বারও এই আসনটি ধরে রাখতে মরিয়া বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE