Advertisement
১৭ মে ২০২৪
Bangladesh News

শেখ হাসিনার সফর চূড়ান্ত করতে ভারতে আসছেন বাংলাদেশের বিদেশ সচিব

আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা করার জন্য দিল্লি যাচ্ছেন বাংলাদেশের বিদেশ সচিব এম শহিদুল হক। তিন দিনের সফরে আগামী ৮ নভেম্বর ঢাকা ছাড়বেন বিদেশ সচিব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ১৭:১৪
Share: Save:

আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা করার জন্য দিল্লি যাচ্ছেন বাংলাদেশের বিদেশ সচিব এম শহিদুল হক। তিন দিনের সফরে আগামী ৮ নভেম্বর ঢাকা ছাড়বেন বিদেশ সচিব।

সফরকালে ভারতের বিদেশ সচিব এস জয়শংকরকে বাংলাদেশে আমন্ত্রণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তারিখ নির্ধারণ এবং আলোচনার বিষয়বস্তু নির্ধারণ নিয়ে আলোচনা করার জন্যই তিনি দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রকের উচ্চপর্যায়ের একটি সূত্র।

সূত্রের খবর, ভারতের কাছে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয় হচ্ছে জল। এ বারও এ বিষয়টি নিয়ে যথাসম্ভব জোর দেওয়া হবে। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের মূল আলোচনার বিষয়বস্তু ছিল দুই দেশের যোগাযোগ সংক্রান্ত।

সূত্র বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার এবারের ভারত সফরের মূল আলোচনার বিষয়বস্তু কী হবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে জল ছাড়াও সীমান্ত হত্যা, যোগাযোগ, বাণিজ্য ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ডিসেম্বরের শুরুতে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী ৩ ডিসেম্বর দুই দিনের সফরে শেখ হাসিনার ভারত যাওয়ার কথা রয়েছে। দিল্লি সফরের সময় তিস্তার জল বণ্টন চুক্তি সইয়ের বিষয়ে নাটকীয় কোনেও ঘোষণা আসতে পারে বলে আভাসও রয়েছে।

আরও পড়ুন: ভাবীকালের নেতারা তৈরি, অনেকটা নিশ্চিন্ত হাসিনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheikh Hasina Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE