Advertisement
১৭ মে ২০২৪
Election 2024

১৮ তম লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর আসন থাকছে কার দখলে? জানতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের পাতায়

চলতি বছরের লোকসভা নির্বাচনে ভোটারদের মধ্যে ৪৯ কোটি ৭০ লক্ষ পুরুষ এবং ৪৭ কোটি ১০ লক্ষ নারী। প্রথমবার ভোট দেবেন, অর্থাৎ যাঁদের বয়স ১৮-১৯ বছর, এমন ভোটারের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ। প্রবীণ ভোটারের সংখ্যা প্রায় ৮২ লাখ।

লোকসভা নির্বাচন

লোকসভা নির্বাচন

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৫২
Share: Save:

শুরু হয়ে গিয়েছে চলতি বছরের অর্থাৎ ২০২৪-এর ১৮তম ‘লোকসভা নির্বাচন।’ এই বছরের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ৯৬ কোটি ৯০ লক্ষ। আগামী পাঁচ বছরের জন্যে দেশের সংসদ সদস্যদের নির্বাচন করতে প্রস্তুত ভারতের নাগরিকেরা। গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। লোকসভার ৫৪৩ জন সদস্যকে নির্বাচন করতে মোট ছ’সপ্তাহ ধরে সাত দফায় চলবে ভোট গ্রহণ। সাত দফা নির্বাচনের পরে ভোট গণনা হবে আগামী ৪ জুন।

চলতি বছরের লোকসভা নির্বাচনে ভোটারদের মধ্যে ৪৯ কোটি ৭০ লক্ষ পুরুষ এবং ৪৭ কোটি ১০ লক্ষ নারী। প্রথম বার ভোট দেবেন, অর্থাৎ যাঁদের বয়স ১৮-১৯ বছর, এমন ভোটারের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ। প্রবীণ ভোটারের সংখ্যা প্রায় ৮২ লাখ।

নিরাপত্তা বজায় রেখেই প্রত্যেক দফায় ভোট গ্রহণ করানো হবে। এমনকি যাঁরা বয়স্ক বা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাঁদের বাড়িতে গিয়েও ভোট নেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভারতের লোকসভা নির্বাচনের প্রথম পর্বে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

আগামী ১ জুন শেষ হচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যায় জয়ী হয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছিল ‘এনডিএ’ (NDA)। প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন নরেন্দ্র মোদী। তৃতীয় বারের জন্যেও যথেষ্ট আত্মবিশ্বাসী সুর বিজেপির। অন্য দিকে ‘এনডিএ’কে (NDA) ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হয়েছে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (TMC), ডিএমকে (DMK), বামফ্রন্ট, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি (AAP) সহ ২৮টি বিরোধী রাজনৈতিক দল।

‘দিল্লিবাড়ির লড়াই’—এ স্বাগত প্রেজ়েন্টিং পার্টনার ‘ভি-গার্ড’কে। এবং স্বাগত অ্যাসোসিয়েট পার্টনার ‘বন্ধন মিউচুয়াল ফান্ড’, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস্’ ও ‘সুভাষ বোস ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট’কে।

দেশের শাসন থাকছে কার হাতে?

জানতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের পাতায়। বিশদে জানতে ক্লিক করুন: http://bit.ly/delhibarirlorai2024

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

delhibarirlorai2024 Lok Sabha Elections
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE