Advertisement
১০ মে ২০২৪
লগ্নি ১১০০ কোটি

বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা গুজরাতে তৈরি করছে হোন্ডা

শুধুমাত্র স্কুটার তৈরির জন্য গুজরাতে কারখানা গড়ছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই)। তাদের দাবি, এটি বিশ্বে সবচেয়ে বড় স্কুটার কারখানা হবে। আগামী দিনে মোট ব্যবসার প্রায় ২৫ শতাংশের উৎস হবে ভারত, এই আশায় এখনই কোমর বেঁধে নামতে চাইছে জাপানি বহুজাতিকটি। সেই লক্ষ্যেই ১১০০ কোটি টাকা লগ্নি করে তাদের গুজরাতে কারখানা গড়ার এই সিদ্ধান্ত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৪ ০২:১৩
Share: Save:

শুধুমাত্র স্কুটার তৈরির জন্য গুজরাতে কারখানা গড়ছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই)। তাদের দাবি, এটি বিশ্বে সবচেয়ে বড় স্কুটার কারখানা হবে। আগামী দিনে মোট ব্যবসার প্রায় ২৫ শতাংশের উৎস হবে ভারত, এই আশায় এখনই কোমর বেঁধে নামতে চাইছে জাপানি বহুজাতিকটি। সেই লক্ষ্যেই ১১০০ কোটি টাকা লগ্নি করে তাদের গুজরাতে কারখানা গড়ার এই সিদ্ধান্ত।

গোটা পৃথিবীর ৪০টি দেশে দু’চাকার গাড়ির ব্যবসায় যুক্ত হোন্ডা ২০১৩-’১৪ সালে ১.৭০ কোটি দু’চাকার গাড়ি বিক্রি করেছিল। এর মধ্যে ভারতের অংশীদারি ছিল ২০%। সংস্থার ব্যবসা মানচিত্রে ভারতের স্থান ছিল দ্বিতীয়। এ দেশে এখন এইচ এম এস আই-এর তিনটি কারখানা রয়েছে হরিয়ানা, রাজস্থান ও কর্নাটকে। সর্বত্রই স্কুটার ও মোটরসাইকেল একই সঙ্গে তৈরি হয়। এ বার আমদাবাদের অদূরে ভিটলপুরে ২৫০ একর জমিতে শুধুমাত্র স্কুটারের করখানাটি গড়ছে তারা। বছরে সেখানে ১২ লক্ষ স্কুটার তৈরি হবে।

কারখানায় উৎপাদন শুরু হবে ২০১৫-র শেষের দিকে। চারটি কারখানা মিলিয়ে উৎপাদন ক্ষমতা হবে বছরে ৫৮ লক্ষ। সম্প্রতি নতুন কারখানার শিলান্যাস অনুষ্ঠানে গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল, অর্থমন্ত্রী সৌরভ পটেল, হোন্ডা মোটর কোম্পানির সিওও নোরিয়াকি আবে, ম্যানেজিং অফিসার ইয়োশিউকি মোৎসুমোতো প্রমুখ হাজির ছিলেন।

গত বছর দেশের গাড়ি শিল্প সঙ্কটের মধ্য দিয়ে গিয়েছিল। এখনও চাকা পুরোপুরি ঘোরেনি। বিশেষ করে যাত্রী ও বাণিজ্যিক গাড়ির ব্যবসার হাল ফেরেনি। কিন্তু এই পরিস্থিতিতেও স্কুটারের বিক্রি বৃদ্ধির হার উল্লেখযোগ্য। গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের হিসেবে, এ বার এপ্রিল থেকে সেপ্টেম্বরে তা বেড়েছে ৩২%।

বস্তুত, ভারতে স্কুটার ব্যবসার ছবিটাই যে হোন্ডার নতুন পরিকল্পনায় ইন্ধন জুগিয়েছে, তা স্পষ্ট সংস্থাটির শীর্ষ কর্তাদের বক্তব্যেও। এইচএমএসআই-এর শীর্ষ কর্তা কে মুরামাৎসুর বক্তব্য, ভারতে অটোম্যাটিক স্কুটারের বাজার দু’চাকার গাড়ির সার্বিক বাজারের চেয়ে ২.৫ গুণ বেশি হারে বাড়ছে। এবংগ্রামীণ এলাকায় পরিকাঠামোর উন্নতির জেরে আগামী ৫-১০ বছরে দু’চাকার গাড়ি বাজারের ৩৫ শতাংশই দখল করে নেবে এই স্কুটার।

আবে জানান, তাঁদের কাছে ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪-’১৫ সালে তাঁরা বিশ্ব জুড়ে ১.৮১ কোটি দু’চাকার গাড়ি বিক্রি করতে চান। এই প্রথম ভারত থেকে ২৫% ব্যবসার বিষয়ে তাঁরা আশাবাদী। মাৎসুমোতোর জানান, দেশে সংস্থার মোট ব্যবসার ২৫% আসে পশ্চিমাঞ্চল থেকে। সেই বাজার দখলে এই কারখানা আরও সাহায্য করবে।

এ দিকে, আগামী বছরেই ভারতে দামি ও স্পোর্টস মোটরসাইকেল ‘সি বি আর-৬৫০’-এর উৎপাদন শুরু করবে হোন্ডা। সংস্থার ভাইস প্রেসিডেন্ট ওয়াই এস গুলেরিয়া এই খবর জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hmsi honda motors motorbike factory in gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE