Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

পশ্চিমবঙ্গে বেশ কিছু পুরনো শিল্পের খারাপ হাল এবং নতুন শিল্পের আকালে কমলো আমদানি শুল্ক আদায়। পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে নিয়ে গড়া ‘কলকাতা অঞ্চল’ থেকে ২০১৩-’১৪-র তুলনায় ২০১৪-’১৫ আর্থিক বছরে আমদানি শুল্ক বাবদ আয় ১৪৫ কোটি টাকা কমেছে।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০২:১৭
Share: Save:

পশ্চিমবঙ্গে শিল্পের অভাবে আমদানি শুল্ক আদায় কমলো
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

পশ্চিমবঙ্গে বেশ কিছু পুরনো শিল্পের খারাপ হাল এবং নতুন শিল্পের আকালে কমলো আমদানি শুল্ক আদায়। পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে নিয়ে গড়া ‘কলকাতা অঞ্চল’ থেকে ২০১৩-’১৪-র তুলনায় ২০১৪-’১৫ আর্থিক বছরে আমদানি শুল্ক বাবদ আয় ১৪৫ কোটি টাকা কমেছে। সোমবার পরোক্ষ কর নিয়ে এমসিসি চেম্বারের এক সভায় আমদানি শুল্ক, উৎপাদন শুল্ক এবং পরিষেবা কর দফতরের চিফ কমিশনার গৌতম রায় বলেন, ‘‘প্রথমত, দীর্ঘ দিন ধরে হলদিয়া পেট্রোকেমিক্যালস বন্ধ থাকায় ন্যাপথা আমদানি হয়নি। দ্বিতীয়ত, রেণুকা সুগার এবং মিৎসুবিশি কেমিক্যালসে কাঁচামাল আমদানিও প্রায় বন্ধ। তৃতীয়ত, রাজ্যে নতুন প্রকল্প না-হওয়ার জন্য ‘প্রজেক্টস ইমপোর্ট’-ও হয়নি। এ সব কারণেই এই অঞ্চলে আমদানি শুল্ক খাতে আয় কমেছে।’’ তবে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক বাবদ আয় আগের বছরের থেকে ১,০৪২ কোটি টাকা বেড়ে হয়েছে ৯,২৯০ কোটি টাকা, পরিষেবা কর ২১৭ কোটি বেড়ে ৬,০০৫ কোটি টাকা।

নেপালের পাশে ভারতীয় শিল্পমহল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে পাশে দাঁড়াচ্ছে ভারতের শিল্পমহল। সিআইআই এ ব্যাপারে তার প্রাক্তন প্রেসিডেন্ট সঞ্জীব গোয়েন্কার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গড়েছে। বণিকসভার বর্তমান প্রেসিডেন্ট সুমিত মজুমদার সোমবার জানান, ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ত্রাণ ও অন্যান্য সুবিধা পৌঁছে দিতে দেশের শিল্পমহলকে পাশে নিয়ে কাজ করবে ওই দল। ইতিমধ্যেই অবশ্য দ্য ফেডারেশন অব নেপালিজ চেম্বারের আর্জিতে সাড়া দিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। ভারতের যে-সব রাজ্যে ভূমিকম্পের প্রভাব পড়েছে সেখানেও সহায়তায় উদ্যোগী হবেন তাঁরা। ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে জরুরি হল যোগাযোগ ব্যবস্থা। ভারতীয় টেলিকম শিল্প অবশ্য আগেই সাহায্যের হাত বাড়িয়েছে। সেই ধারা মেনে এয়ারসেল-ও এ দিন জানিয়েছে, আজ পর্যন্ত নেপালে তাঁদের গ্রাহকেরা বিনামূল্যে ফোন করতে পারবেন। সেখানে ‘রোমিং’-এ থাকা এয়ারসেল গ্রাহকদের ‘ইনকামিং কল’-এর জন্যও কোনও মাসুল ধরা হবে না।

আইগেটকে কিনে নিচ্ছে ক্যাপজেমিনি
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

নগদ ৪০০ কোটি ডলারে মার্কিন সংস্থা আইগেট-কে ঝুলিতে পুরছে ফরাসি তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী ক্যাপজেমিনি। উত্তর আমেরিকাকে নিজেদের বৃহত্তম বাজারে পরিণত করতেই এই উদ্যোগ তাদের। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের দাবি, আইবিএমের মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দেওয়া এই সংযুক্তির লক্ষ্য। কারণ আইগেট ও ক্যাপজেমিনি মিলে যাওয়ায় তথ্যপ্রযুক্তি দুনিয়া পাবে ১,৪০০ কোটি ডলারের এক নতুন সংস্থাকে। এ দেশে সংযুক্ত সংস্থাটির কর্মী সংখ্যা দাঁড়াবে প্রায় ২৭ হাজার। আর মার্কিন মুলুকে ৫০ হাজার। দুই সংস্থাই জানিয়েছে অধিগ্রহণ চুক্তি অনুযায়ী, আইগেটের প্রতিটি শেয়ারের জন্য ৪৮ ডলার দেবে ক্যাপজেমিনি। যা গত শুক্রবার ন্যাসড্যাক স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময়ে সংস্থার শেয়ার দরের (৪৫.৮৫ ডলার) থেকে ৪.৭% বেশি।

প্রশ্নের মুখে ট্রাই
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

নিরপেক্ষ নেট পরিষেবা (নেট নিউট্রালিটি) নিয়ে যাঁরা মতামত পাঠিয়েছিলেন, তাঁদের নাম এবং ই-মেল প্রকাশ করার জন্য কড়া সমালোচনার মুখে পড়ল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। টুইটার-সহ নানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এ নিয়ে উপচে পড়েছে কটাক্ষ। প্রশ্ন উঠেছে, ওই ১০ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য ট্রাইয়ের সাইটে তোলা হল কেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE