Advertisement
০৭ মে ২০২৪

টুকরো খবর

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার চলতি ২০১৪-’১৫ অর্থবর্ষের জন্য ৮.৭৫ শতাংশেই বেঁধে রাখার কথা জানাল কেন্দ্র। সুদ না-বাড়িয়ে তা গত অর্থবর্ষের হারেই বেঁধে রাখতে অগস্টে প্রস্তাব পেশ করেছিল কর্মচারী ভবিষ্যনিধি কর্তৃপক্ষ (ইপিএফও)। শুক্রবার ইপিএফও-র সেই সুপারিশেই সায় দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর আগে ২০১৩-’১৪ অর্থবর্ষে ওই সুদ ৮.৫০% থেকে বাড়িয়ে ৮.৭৫% করা হয়।

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৪ ০১:৫৫
Share: Save:

পিএফ-এর সুদ ৮.৭৫ শতাংশেই

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার চলতি ২০১৪-’১৫ অর্থবর্ষের জন্য ৮.৭৫ শতাংশেই বেঁধে রাখার কথা জানাল কেন্দ্র। সুদ না-বাড়িয়ে তা গত অর্থবর্ষের হারেই বেঁধে রাখতে অগস্টে প্রস্তাব পেশ করেছিল কর্মচারী ভবিষ্যনিধি কর্তৃপক্ষ (ইপিএফও)। শুক্রবার ইপিএফও-র সেই সুপারিশেই সায় দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর আগে ২০১৩-’১৪ অর্থবর্ষে ওই সুদ ৮.৫০% থেকে বাড়িয়ে ৮.৭৫% করা হয়। এ দিনের অনুমোদনের পরে শ্রম মন্ত্রক এবং ও আয়কর দফতর বিজ্ঞপ্তি জারি করবে, যাতে পিএফের আওতায় থাকা পাঁচ কোটিরও বেশি সদস্য নয়া হারে সুদ পেতে পারেন। ইপিএফও-র দাবি, সম্প্রতি প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসার জন্য কর্মীদের মাসিক বেতনের ঊর্ধ্বসীমা (কিছু নির্দিষ্ট শিল্প বাদ দিয়ে) মাসিক ৬৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। এই খাতে অতিরিক্ত খরচ হবে, তাই এ বার সুদ বাড়ানো হয়নি বলে সরকারি সূত্রে খবর।

ওড়িশায় খনন ফের শুরু করল টাটা স্টিল

ওড়িশায় সংস্থার চারটির মধ্যে দু’টি খনিতে ফের আকরিক লোহা উত্তোলন শুরু করল টাটা স্টিল। গত ১৫ নভেম্বরের মধ্যে বন ও পরিবেশ দফতরের ছাড়পত্র না-মেলায় সে রাজ্যে সংস্থার খনিগুলিতে কাজ বন্ধের নোটিস দেয় ওড়িশা সরকার। সম্প্রতি ওড়িশা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুসারে উত্তোলন শুরুর অনুমতি মেলে। টাটা স্টিলের দাবি, কাজ শুরুর ফলে কাঁচামালের সঙ্কট কিছুটা মিটবে।

হাতেকলমে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দাড়া গ্রামে
মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনে সস্ত্রীক ব্রিটিশ ডেপুটি হাই
কমিশনার স্কট ফার্সেডন-উড। স্থানীয় অ-সরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে কেন্দ্রটি
গড়তে ৫.২০ লক্ষ টাকা দিয়েছে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন।—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE