Advertisement
১০ মে ২০২৪

গাড়িতে বেশি সেস আজ থেকেই

এ দিকে, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা, টয়োটা কির্লোস্কর মোটর, অডি, মার্সিডিজ বেঞ্জ ও জিএলআর ইন্ডিয়ার মতো সংস্থা গাড়ির দাম বাড়িয়ে বর্ধিত সেস ক্রেতাদের ঘাড়ে ঠেলার পরিকল্পনা করছে বলেই ইঙ্গিত মিলেছে। তাদের অভিযোগ, বারবার এ ভাবে করের হার বদল ধাক্কা দেবে ক্রেতাদের চাহিদায়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১০
Share: Save:

মাঝারি (মিড), বড় (লার্জ) এবং এসইউভি-তে বর্ধিত সেস কার্যকর হচ্ছে সোমবার থেকেই। পরোক্ষ কর পর্ষদ টুইট করে জানিয়েছে, সোমবারই এই সংক্রান্ত নোটিস জারি করা হবে এবং তা কার্যকরও হবে এ দিন থেকেই। শনিবার হায়দরাবাদে জিএসটি পরিষদের বৈঠকে সেস বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে মাঝারি গাড়িতে তা বাড়ছে ২%, বড় গাড়িতে ৫% এবং এসইউভি-তে ৭%। তবে ছোট (১২০০ সিসি-র পেট্রোল ও ১৫০০ সিসি-র ডিজেল ইঞ্জিন), ১৩ আসন বিশিষ্ট ও হাইব্রিড গাড়ির উপর মোট করের হার রাখা হয়েছে একই।

এ দিকে, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা, টয়োটা কির্লোস্কর মোটর, অডি, মার্সিডিজ বেঞ্জ ও জিএলআর ইন্ডিয়ার মতো সংস্থা গাড়ির দাম বাড়িয়ে বর্ধিত সেস ক্রেতাদের ঘাড়ে ঠেলার পরিকল্পনা করছে বলেই ইঙ্গিত মিলেছে। তাদের অভিযোগ, বারবার এ ভাবে করের হার বদল ধাক্কা দেবে ক্রেতাদের চাহিদায়। নড়বড়ে করবে বাজার। ফলে মার খাবে গোটা শিল্পই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car SEZ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE