Advertisement
১৭ মে ২০২৪
Emission Row

দূষণের তথ্য গোপন, ফোক্সভাগেনকে ২৪ ঘণ্টার মধ্যে ১০০ কোটি জরিমানা দেওয়ার নির্দেশ

বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে এনজিটির চেয়ারম্যান আদর্শকুমার গয়ালের নেতৃত্বাধীন বেঞ্চ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৫:১৩
Share: Save:

জরিমানা না দেওয়ায় ভর্ৎসনার মুখে জার্মান গাড়ি নির্মাতা ফোক্সভাগেন। কেন্দ্রীয় গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)-এর নির্দেশ তাদের বিরুদ্ধে নির্ধারিত ১০০ কোটি টাকার জরিমানা ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে এনজিটির চেয়ারম্যান আদর্শকুমার গয়ালের নেতৃত্বাধীন বেঞ্চ।

ফোক্সভাগেনের বিরুদ্ধে অভিযোগ, তারা দূষণ কমিয়ে দেখানোর সফটঅয়্যার ব্যবহৃত ডিজেল গাড়ি বিক্রি করে। এর ফলে ভারতের বিভিন্ন শহরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর নভেম্বরে এই ঘটনায় ফোক্সভাগেনের বিরুদ্ধে ১০০ টাকা জরিমানা ঘোষণা করেছিল কেন্দ্রীয় পরিবেশ ট্রাইবুনাল। এই জরিমানা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জমা দিতে নির্দেশও দেওয়া হয়েছিল গাড়ি সংস্থাটিতে। বৃহস্পতিবার গয়ালের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে, সেই নির্দেশ মানেনি ফোক্সভাগেন। এর পরই বেঞ্চ আগামিকাল শুক্রবার, বিকেল পাঁচটার মধ্যে এই জরিমানা দেওয়ার নির্দেশ দিল।

ফোক্সভাগেনের বিরুদ্ধে দূষণ কেলেঙ্কারি নিয়ে প্রথম অভিযোগ সামনে এসেছিল মার্কিন মুলুকে। জানা গিয়েছিল সেখানে দূষণের আসল মাত্রা পরীক্ষায় যাতে ধরা না-পড়ে, তার জন্য কারচুপি করেছে সংস্থা। ডিজেল গাড়ি তৈরির সময়েই তাতে বসিয়ে রেখেছে এমন সফটঅয়্যার, যাতে তা চলার সময় আসলে যা দূষণ হচ্ছে, সেটি কমিয়ে দেখানো যায়। পরীক্ষা করতে গেলেই চালু হয়ে যায় ওই সফটওয়্যার। আর তার ফলে দূষণের মাত্রা নেমে আসে আসলের তুলনায় অনেক নীচে।

আরও পড়ুন: শর্ত মানলে তবেই শেয়ার

আরও পড়ুন: পছন্দের চ্যানেল বাছতে ট্রাইয়ের পোর্টাল আসছে এ সপ্তাহেই​

এর পর পৃথিবীর বিভিন্ন দেশেই শুরু হয় ফোক্সভাগেনের বিরুদ্ধে তদন্ত। ভারতেও অটোমোবাইল রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এআরএআই)-কে এ বিষয়ে তদন্তের ভার দেয় কেন্দ্র। গত বছর তারা এর রিপোর্ট জমা দেওয়ার পরই দেশে গাড়ি ফেরাতে ফোক্সভাগেনকে নির্দেশ দেয় ভারী শিল্প মন্ত্রক। পাশাপাশি চলতে থাকে মামলাও। গত বছর নভেম্বরে সেই মামলাতেই ফোক্সভাগেনকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এত দিন সেই জরিমানা দেয়নি ফোক্সভাগেন। এ বার সেই জরিমানা ২৪ ঘণ্টার মধ্যে দিতে নির্দেশ দিল এনজিটি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ফোক্সভাগেনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতির সব খবর বাংলায় পেয়ে যান আমাদের ব্যবসা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE