Advertisement
০৭ মে ২০২৪

স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কমাল নিউ ইন্ডিয়া

প্রথমে বাড়িয়ে এ বার চাপের মুখে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম কমাচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স। সংস্থার দাবি, ইতিমধ্যেই সাধারণ গ্রাহকদের প্রিমিয়াম কমানো হয়েছে। এ বার তা কমবে প্রবীণ নাগরিকদেরও। মাস দুইয়ের মধ্যে সংশোধন কার্যকর হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৩:১৬
Share: Save:

প্রথমে বাড়িয়ে এ বার চাপের মুখে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম কমাচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স। সংস্থার দাবি, ইতিমধ্যেই সাধারণ গ্রাহকদের প্রিমিয়াম কমানো হয়েছে। এ বার তা কমবে প্রবীণ নাগরিকদেরও। মাস দুইয়ের মধ্যে সংশোধন কার্যকর হবে।

অন্য কোনও সাধারণ বিমা সংস্থা না-বাড়ালেও, চলতি অর্থবর্ষের শুরুতে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এক লাফে অনেকটাই বাড়িয়েছিল নিউ ইন্ডিয়া। ফলে ওঠে সমালোচনার ঢেউ। কার্যত সেই পরিপ্রেক্ষিতেই বর্ধিত হার কমানোর এই সিদ্ধান্ত।

মূলত স্বাস্থ্য বিমায় লোকসানের বহর কমাতেই প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত নেয় নিউ ইন্ডিয়া। সোমবার কলকাতায় মার্চেন্টস চেম্বারের সভায় সংস্থার জেনারেল ম্যানেজার সি নরম্বুনাথন বলেন, ‘‘স্বাস্থ্য বিমায় ক্ষতির হার (লস রেশিও) ১১৪%। (অর্থাৎ ১০০ টাকা প্রিমিয়াম আদায় হলে খরচ ১১৪ টাকা)। প্রিমিয়াম ২৫% বাড়ানোর পরে তা কমে হয়েছে ৯২%। কিন্তু পরে বুঝতে পারি, বৃদ্ধি যতটা হওয়া উচিত ছিল, হয়েছে তার থেকে বেশি। তাই সংশোধনের সিদ্ধান্ত।’’

এ দিকে বাজারে প্রথম শেয়ার ছাড়তে চলেছে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাটি। ইস্যু খুলবে আগামী কাল ১ নভেম্বর। বন্ধ হবে ৩ নভেম্বর। মোট ২৫% শেয়ার বিক্রি করবে সংস্থা। প্রথম পর্যায়ে হবে ১৫%। তার পরে কেন্দ্রের হাতে ৭৫% শেয়ার থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Insurance Premium New India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE