Advertisement
১০ জুন ২০২৪
Reliance Jio News

জিওকে ঠেকাতে কী প্ল্যান বাকিদের?

‘হ্যাপি নিউ ইয়ার’ অফার শেষ হয়ে যেতেই ফের ‘ধন ধনা ধন অফার’ এনে বাজারে কাঁপিয়েছে জিও। এই অফারে ৩০৯ ও ৫০৯ টাকার বিনিময়ে প্রতিদিন যথাক্রমে ১ ও ২ জিবি করে ডেটা পাবেন জিও গ্রাহকরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১৯:১৬
Share: Save:

‘হ্যাপি নিউ ইয়ার’ অফার শেষ হয়ে যেতেই ফের ‘ধন ধনা ধন অফার’ এনে বাজারে কাঁপিয়েছে জিও। এই অফারে ৩০৯ ও ৫০৯ টাকার বিনিময়ে প্রতিদিন যথাক্রমে ১ ও ২ জিবি করে ডেটা পাবেন জিও গ্রাহকরা। অফারটির বৈধতা ৮৪ দিন পর্যন্ত। এ বার জিও-র ওই অফারের পাল্টা একগুচ্ছ অফার আনল অন্যান্য টেলিকম সংস্থা। দেশের তিন বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া ‘হেভি-ডেটা’ প্ল্যান লঞ্চ করেছে। এক নজরে দেখে নেওয়া যাক প্ল্যানগুলি–

আরও পড়ুন: লগ্নিকারীদের টাকা ফেরাতে সহারাকে নিলামে তুলতে হবে অ্যাম্বি ভ্যালি

এয়ারটেল: ২৪৪ টাকার একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। এই প্ল্যানের আওতায় ফোর-জি স্মার্টফোন ও ফোর-জি সিম থাকলে এয়ারটেল গ্রাহকরা ৭০ দিন পর্যন্ত প্রতি দিন ১ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। এরই সঙ্গে প্রতিদিন ৩০০ মিনিট এয়ারটেল থেকে এয়ারটেল ও প্রতি সপ্তাহে ১২০০ মিনিট পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে এক্কেবারে নিখরচায় কথা বলা যাবে।

অন্য একটি প্ল্যান রয়েছে ৩৯৯ টাকার। এই প্ল্যানে ৭০ দিনের ভ্যালিডিটি-সহ প্রতি দিন ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পাওয়া যাবে। ৩ হাজার মিনিট পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে কথা বলা যাবে।

৩৪৫ টাকার নতুন প্ল্যানে প্রতি দিন ২ জিবি করে ফ্রি ফোর-জি ডেটা মিলবে। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ২৪৪ এবং ৩৯৯ টাকার প্ল্যান সব গ্রাহকদের জন্য নয়। গ্রাহকদের মাই এয়ারটেল অ্যাপে লগ-ইন করে তিনি ওই প্ল্যান পাবেন কি না তা দেখতে হবে।

আইডিয়া: ২৯৭ ও ৪৪৭ টাকার দু’টি প্ল্যান নিয়ে এসেছে আইডিয়া। ২৯৭ টাকায় ৭০ দিনের জন্য প্রতি দিন ১ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। সঙ্গে প্রতি দিন অন্য আইডিয়া গ্রাহকদের ৩০০ মিনিট করে ফ্রি ভয়েস কল করতে পারবেন। ৪৪৭ টাকার প্যাকে প্রতিদিন ১ জিবি করে ডেটা মিলবে, সঙ্গে যে কোনও নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল।

ভোডাফোন: ৫৬ দিনের ভ্যালিডিটি-সহ প্রতি দিন ১ জিবি করে ডেটা অফার নিয়ে এসেছে ভোডাফোন, তাও আবার ৩৫২ টাকায়। পোস্টপেড গ্রাহকরা দু’টি বিল সার্কেলের জন্য এই অফার পেতে পারেন। এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি লোকাল লোকাল ও এসটিডি কলও করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tariff plans Reliance Jio Airtel Vodafone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE