Advertisement
২৬ এপ্রিল ২০২৪

উত্তরসূরি বেছে নিল সুজুকি মোটর

সুজুকি মোটর কর্প-এর ভবিষ্যৎ কাণ্ডারি কে হতে চলেছেন, অবশেষে তাই নিয়ে সব জল্পনায় দাঁড়ি পড়ল। উত্তরসূরি হিসেবে নিজের বড় ছেলে তোশিহিরো সুজুকিকেই বেছে নিলেন সংস্থার কর্ণধার ওসামু সুজুকি।

সংবাদ সংস্থা
টোকিও শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০২:৩৩
Share: Save:

সুজুকি মোটর কর্প-এর ভবিষ্যৎ কাণ্ডারি কে হতে চলেছেন, অবশেষে তাই নিয়ে সব জল্পনায় দাঁড়ি পড়ল। উত্তরসূরি হিসেবে নিজের বড় ছেলে তোশিহিরো সুজুকিকেই বেছে নিলেন সংস্থার কর্ণধার ওসামু সুজুকি।

তোশিহিরো এত দিন জাপানের এই চতুর্থ বৃহত্তম গাড়ি সংস্থাটির এগ্‌জিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। এ বার হলেন প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার। ২০১১ সালে তিনি সুজুকি মোটর-এর চার এগ্‌জিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের অন্যতম একজন হিসেবে নির্বাচিত হন।

উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে সুজুকি মোটর কর্প-এর দায়িত্বে ওসামু। তাঁর পরে কে সংস্থার হাল ধরবেন এবং কবে, তাই নিয়ে বেশ কিছু দিন ধরেই জোরদার চর্চা চলছিল বাজারে। ৮৫ বছরের ওসামু এর আগে তাঁর জামাই হিরোতাকা ওনো-কে উত্তরসূরি হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু ২০০৭ সালে ক্যানসারে হিরোতাকার মৃত্যু হওয়ায় পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি। এর আগে দু’জন প্রেসিডেন্টের পদ সামলালেও কিছু দিনের মধ্যেই স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suzuki moto corp suzuki motors future leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE