Advertisement
১৭ মে ২০২৪
Consul General

শুল্কই বাধা ভারতে: ক্রেগ

এ দেশে কিছুটা ধাক্কা খায় মার্কিন লগ্নি। তবে দু’দেশের দ্বিপাক্ষিকক বাণিজ্যে আরও উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও দাবি তাঁর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ০১:৪০
Share: Save:

ভারতে চড়া শুল্ক এ দেশে মার্কিন লগ্নির পথে বাধা। বুধবার কলকাতায় এ কথা জানান কলকাতায় মার্কিন কনসাল জেনারেন ক্রেগ হল। মার্কিন- ভারত বাণিজ্য ও লগ্নি নিয়ে এ দিন মার্চেন্টস চেম্বার অব কমার্সের এক সভায় হল জানান, ভারতে গড় শুল্ক আমেরিকার তুলনায় অনেকটা বেশি। ফলে এ দেশে কিছুটা ধাক্কা খায় মার্কিন লগ্নি। তবে দু’দেশের দ্বিপাক্ষিকক বাণিজ্যে আরও উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও দাবি তাঁর।

ভারতের ‘দুর্বল’ মেধাস্বত্ব আইনও উদ্বেগের জায়গা বলে দাবি হলের।

প্রশ্ন ওঠে, এইচ-১বি বা এইচ-৪ ভিসা নিয়ে যে জল্পনা চলছে তা দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে কি? এ নিয়ে স্পষ্ট জবাব না দিলেও হলের দাবি, কত বিদেশি কর্মীকে ভিসা দেওয়া হবে, সে নিয়ে প্রত্যেক দেশেরই নির্দিষ্ট নিয়ম থাকে। তিনি বলেন, এইচ-১বি ভিসার নিয়ম বদল হয়নি। আর এইচ-৪ ভিসা নিয়ে আলোচনা চললেও সিদ্ধান্ত হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Craig L. Hall Consul General
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE