Advertisement
০৩ মে ২০২৪
Business News

ফ্রি উঠলেও আমরাই সেরা! কী যুক্তিতে বলছে জিও?

চলতি মাসেই শেষ হচ্ছে রিলায়্যান্স জিও-র ‘ফ্রি’ পরিষেবা। নয়া মোবাইল মাসুল ঘোষণা করেছে তারা। রিলায়্যান্স জিও-র দাবি, ১ এপ্রিল থেকেই মিলবে এই ‘কমদামি’ সুবিধা। কী কী অফার দিচ্ছে তারা তা দেখে নেওয়া যাক গ্যালারির পাতায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ১৭:০৬
Share: Save:
০১ ১০
রিলায়্যান্স জিও জানিয়েছে, ১৪৯ টাকায় মিলবে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা।<br>
জিও-র দাবি, আপনি যাঁর সঙ্গে কথা বলবেন তিনি এয়ারটেল বা ভোডাফেনের গ্রাহক হলেও এই সুবিধা মিলবে।<br>
এয়ারটেল ও ভোডাফোনে যথাক্রমে ১৪৪ ও ১৪৬ টাকা খরচ করে মিলবে আনলিমিটেড কলের সুবিধা।<br>
তবে কেবলমাত্র ভোডাফোন-টু-ভোডাফোন বা এয়ারটেল-টু-এয়ারটেল গ্রাহকেরা এই সুবিধা নিতে পারবেন।

রিলায়্যান্স জিও জানিয়েছে, ১৪৯ টাকায় মিলবে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা।<br> জিও-র দাবি, আপনি যাঁর সঙ্গে কথা বলবেন তিনি এয়ারটেল বা ভোডাফেনের গ্রাহক হলেও এই সুবিধা মিলবে।<br> এয়ারটেল ও ভোডাফোনে যথাক্রমে ১৪৪ ও ১৪৬ টাকা খরচ করে মিলবে আনলিমিটেড কলের সুবিধা।<br> তবে কেবলমাত্র ভোডাফোন-টু-ভোডাফোন বা এয়ারটেল-টু-এয়ারটেল গ্রাহকেরা এই সুবিধা নিতে পারবেন।

০২ ১০
একই ভাবে এয়ারটেল কর্তৃপক্ষের দাবি, ১৪৫ টাকায় আনলিমিটেড লোকাল এবং<br>
এসটিডি কলের সুবিধা দেবে তারা। তবে এয়ারটেল-টু-এয়ারটেল গ্রাহকেরা এই সুবিধা পাবেন।<br>
তা ছাড়া, কেবলমাত্র কয়েকটি সেগমেন্টের জন্যই এই পরিষেবা মিলবে।

একই ভাবে এয়ারটেল কর্তৃপক্ষের দাবি, ১৪৫ টাকায় আনলিমিটেড লোকাল এবং<br> এসটিডি কলের সুবিধা দেবে তারা। তবে এয়ারটেল-টু-এয়ারটেল গ্রাহকেরা এই সুবিধা পাবেন।<br> তা ছাড়া, কেবলমাত্র কয়েকটি সেগমেন্টের জন্যই এই পরিষেবা মিলবে।

০৩ ১০
ডেটার যুদ্ধেও নিজেদের অনেকটাই এগিয়ে রাখছে। জিও-র দাবি, ১৪৯ টাকাতেই মিলবে ২ জিবি ডেটা।<br>
ভ্যালিডিটি ২৮ দিন পর্যন্ত। এ ক্ষেত্রে জিও-র মতোই প্ল্যান দিচ্ছে ভোডাফোন ও এয়ারটেল।<br>
অর্থাৎ ২৮ দিনে ২ জিবি ডেটা। তবে জিও যেখানে সকলের জন্য এই অফার দেবে বলে জানিয়েছে,<br>
সেখানে ভোডাফোন বা এয়ারটেল কেবলমাত্র নতুন গ্রাহক বা কয়েকটি সেগমেন্টের জন্য এই অফার দেবে।

ডেটার যুদ্ধেও নিজেদের অনেকটাই এগিয়ে রাখছে। জিও-র দাবি, ১৪৯ টাকাতেই মিলবে ২ জিবি ডেটা।<br> ভ্যালিডিটি ২৮ দিন পর্যন্ত। এ ক্ষেত্রে জিও-র মতোই প্ল্যান দিচ্ছে ভোডাফোন ও এয়ারটেল।<br> অর্থাৎ ২৮ দিনে ২ জিবি ডেটা। তবে জিও যেখানে সকলের জন্য এই অফার দেবে বলে জানিয়েছে,<br> সেখানে ভোডাফোন বা এয়ারটেল কেবলমাত্র নতুন গ্রাহক বা কয়েকটি সেগমেন্টের জন্য এই অফার দেবে।

০৪ ১০
এ বার একটু বেশি দামি অফারের দিকে তাকানো যাক। ৩০৩ ও ৪৯৯ টাকায় আনলিমিটেড লোকাল<br>
এবং এসটিডি কলের সুবিধার কথা জানিয়েছে জিও। ১৪৯ টাকায় মতোই এতে কোনও মোবাইলের অপারেটরের<br>
গ্রাহকের সঙ্গে কথা বলা যাবে। ভোডাফোন বা এয়ারটেলের এই অফার রয়েছে যথাক্রমে ৩৪৪ ও ৩৪৬ টাকার।<br>
তবে তা শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য। সেই সঙ্গে এতে অনেক লুকোনো খরচও রয়েছে।

এ বার একটু বেশি দামি অফারের দিকে তাকানো যাক। ৩০৩ ও ৪৯৯ টাকায় আনলিমিটেড লোকাল<br> এবং এসটিডি কলের সুবিধার কথা জানিয়েছে জিও। ১৪৯ টাকায় মতোই এতে কোনও মোবাইলের অপারেটরের<br> গ্রাহকের সঙ্গে কথা বলা যাবে। ভোডাফোন বা এয়ারটেলের এই অফার রয়েছে যথাক্রমে ৩৪৪ ও ৩৪৬ টাকার।<br> তবে তা শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য। সেই সঙ্গে এতে অনেক লুকোনো খরচও রয়েছে।

০৫ ১০
আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা-সহ ভোডাফোন ও এয়ারটেলের আরও<br>
কয়েকটি অফার রয়েছে। ভোডাফোনের গ্রাহকেরা এ ক্ষেত্রে ৩৪৯ ও ৩৫২ টাকা দিয়ে এই অফার পেতে পারেন।<br>
৩৪৫ টাকায় এই অফার দিচ্ছে এয়ারটেল। তবে সব অফারগুলিই কয়েকটি সেগমেন্টের জন্য সীমাবদ্ধ।

আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা-সহ ভোডাফোন ও এয়ারটেলের আরও<br> কয়েকটি অফার রয়েছে। ভোডাফোনের গ্রাহকেরা এ ক্ষেত্রে ৩৪৯ ও ৩৫২ টাকা দিয়ে এই অফার পেতে পারেন।<br> ৩৪৫ টাকায় এই অফার দিচ্ছে এয়ারটেল। তবে সব অফারগুলিই কয়েকটি সেগমেন্টের জন্য সীমাবদ্ধ।

০৬ ১০
৩০৩ ও ৪৯৯ টাকায় ২৮ জিবি ডেটা দেবে বলে জানিয়েছে জিও। এই অফার<br>
নিলে সঙ্গে আরও ৫ জিবি ডেটা মিলবে। আর ৫৬ জিবি ডেটা নিলে মিলবে আরও<br>
১০ জিবি ডেটা। তবে প্রথম অফারে প্রতি দিন ১ জিবি ও দ্বিতীয় অফারে দিনপিছু<br>
২ জিবি খরচ করতে হবে। সবক’টি অফারই ২৮ দিনের জন্য মিলবে।

৩০৩ ও ৪৯৯ টাকায় ২৮ জিবি ডেটা দেবে বলে জানিয়েছে জিও। এই অফার<br> নিলে সঙ্গে আরও ৫ জিবি ডেটা মিলবে। আর ৫৬ জিবি ডেটা নিলে মিলবে আরও<br> ১০ জিবি ডেটা। তবে প্রথম অফারে প্রতি দিন ১ জিবি ও দ্বিতীয় অফারে দিনপিছু<br> ২ জিবি খরচ করতে হবে। সবক’টি অফারই ২৮ দিনের জন্য মিলবে।

০৭ ১০
এয়ারটেল ও ভোডাফোন যথাক্রমে ৩৪৪ ও ৩৪৬ টাকায় ২৮ জিবি ডেটার অফার দিচ্ছে।<br>
তবে সে ক্ষেত্রে দিনরাতে মিলিয়ে প্রতি দিন ১ জিবি ডেটা খরচ করতে হবে। ভ্যালিটিডি জিও-র<br>
মতোই ২৮ দিনের। তবে এ সব অফারই কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য।

এয়ারটেল ও ভোডাফোন যথাক্রমে ৩৪৪ ও ৩৪৬ টাকায় ২৮ জিবি ডেটার অফার দিচ্ছে।<br> তবে সে ক্ষেত্রে দিনরাতে মিলিয়ে প্রতি দিন ১ জিবি ডেটা খরচ করতে হবে। ভ্যালিটিডি জিও-র<br> মতোই ২৮ দিনের। তবে এ সব অফারই কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য।

০৮ ১০
৩৪৯ টাকায় ১০ জিবি ডেটার অফার দিচ্ছে ভোডাফোন। ২৮ দিনের জন্য<br>
এই অফার থাকবে ১৫ মার্চ পর্যন্ত। তবে তা কয়েকটি সেগমেন্টের গ্রাহকদের জন্য।

৩৪৯ টাকায় ১০ জিবি ডেটার অফার দিচ্ছে ভোডাফোন। ২৮ দিনের জন্য<br> এই অফার থাকবে ১৫ মার্চ পর্যন্ত। তবে তা কয়েকটি সেগমেন্টের গ্রাহকদের জন্য।

০৯ ১০
এয়ারটেল ও ভোডাফোন ২৮ জিবি ডেটার অফার দিচ্ছে যথাক্রমে ৩৪৫ ও ৩৫২ টাকায়।<br>
ভোডাফেনের মতোই এর ভ্যালিডিটি ২৮ দিনের। তবে দিনপিছু ১ জিবি ডেটা খরচ করতেই হবে।

এয়ারটেল ও ভোডাফোন ২৮ জিবি ডেটার অফার দিচ্ছে যথাক্রমে ৩৪৫ ও ৩৫২ টাকায়।<br> ভোডাফেনের মতোই এর ভ্যালিডিটি ২৮ দিনের। তবে দিনপিছু ১ জিবি ডেটা খরচ করতেই হবে।

১০ ১০
জিও-র দাবি, সারা দেশেই তাদের ৪-জি নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে।<br>
তাতে এয়ারটেল বা ভোডাফোনের মতো স্পিডের তরতম্য হয় না।

জিও-র দাবি, সারা দেশেই তাদের ৪-জি নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে।<br> তাতে এয়ারটেল বা ভোডাফোনের মতো স্পিডের তরতম্য হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE