Advertisement
০৪ মে ২০২৪

ভাঙা ট্রামলাইনে আতঙ্ক-যাত্রা

শিয়ালদহ উড়ালপুলের (বিদ্যাপতি সেতু) উপর ট্রামলাইনের হাল শোচনীয় বললেও কম বলা হয়। এজেসি বসু রোড হয়ে শিয়ালদহ উড়ালপুলে উঠলেই ঝাঁকুনির চোটে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। রবিবার দুপুরে শিয়ালদহ উড়ালপুলে গিয়ে দেখা গেল, ট্রামলাইন বরাবর রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত।

বিপজ্জনক: এমনই হাল। রবিবার, শিয়ালদহে। নিজস্ব চিত্র

বিপজ্জনক: এমনই হাল। রবিবার, শিয়ালদহে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০১:৩৪
Share: Save:

ট্রামলাইন তো নয়, যেন মরণফাঁদ।

শিয়ালদহ উড়ালপুলের (বিদ্যাপতি সেতু) উপর ট্রামলাইনের হাল শোচনীয় বললেও কম বলা হয়। এজেসি বসু রোড হয়ে শিয়ালদহ উড়ালপুলে উঠলেই ঝাঁকুনির চোটে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। রবিবার দুপুরে শিয়ালদহ উড়ালপুলে গিয়ে দেখা গেল, ট্রামলাইন
বরাবর রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। তাতে জল জমে রয়েছে। কোথাও আবার লাইনের কিছু অংশ ভেঙেও গিয়েছে। এই সেতু দিয়েই ধর্মতলা থেকে উত্তর কলকাতার দিকে একাধিক রুটের ট্রাম চলে।

লালবাজার সূত্রে খবর, ট্রামলাইনের এই অবস্থার জন্য শিয়ালদহ উড়ালপুলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষত, দ্রুত গতিতে চলা মোটরবাইক ট্রামলাইনের গর্তে পড়ে উল্টে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। একটু অসতর্ক হলে লাইনচ্যুত হয় ট্রামও। ধর্মতলা-রাজাবাজার রুটের এক ট্রামচালক বলছিলেন, ‘‘দীর্ঘদিন ধরে ট্রামলাইন মোরমতি না হওয়ায় ভীষণ সমস্যা হচ্ছে। সেতুতে ওঠার পরে খুব সাবধানে চালাতে হয়।
গতি একটু বেশি হলেই ট্রাম বেলাইন হয়ে যায়।’’

কলকাতা ট্র্যাফিক পুলিশের এক আধিকারিকের কথায়, ‘‘শিয়ালদহ উড়ালপুলের উপরে ট্রাম লাইন অবিলম্বে সংস্কার না করা হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’’ যদিও ক্যালকাটা ট্রাম কোম্পানি (সিটিসি)-র এক কর্তার কথায়, ‘‘শিয়ালদহ সেতুর উপরে ট্রামলাইন সংস্কারের দায়িত্ব এইচআরবিসি-কে দেওয়া হয়েছে। অবিলম্বে সেই কাজ যাতে শুরু করা হয়, সে বিষয়ে এইচআরবিসি কর্তৃপক্ষকে বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tram Routes Lalbazar ট্রামলাইন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE