Advertisement
২৭ এপ্রিল ২০২৪

অবশেষে ধরা পড়ল সেই রুইস

ফের পুলিশের হাতে ধরা পড়ল রাজারহাট-নিউ টাউন এলাকায় দাগি দুষ্কৃতী রুইস মণ্ডল। বসিরহাট থেকে ২১ কেজি গাঁজা-সহ তাকে রবিবার রাতে ধরে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক ভেড়ি দখল, তোলাবাজি, খুন, অপহরণের অভিযোগ রয়েছে। রুইস ২০১২ সালে জেলে যায়। গত লোকসভা নির্বাচনের ঠিক আগেই সে জামিনে ছাড়া পেয়ে ফের নিউ টাউনেই ফিরে আসে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ০৩:১১
Share: Save:

ফের পুলিশের হাতে ধরা পড়ল রাজারহাট-নিউ টাউন এলাকায় দাগি দুষ্কৃতী রুইস মণ্ডল। বসিরহাট থেকে ২১ কেজি গাঁজা-সহ তাকে রবিবার রাতে ধরে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক ভেড়ি দখল, তোলাবাজি, খুন, অপহরণের অভিযোগ রয়েছে। রুইস ২০১২ সালে জেলে যায়। গত লোকসভা নির্বাচনের ঠিক আগেই সে জামিনে ছাড়া পেয়ে ফের নিউ টাউনেই ফিরে আসে।

গত লোকসভা নির্বাচনের আগে রুইস জামিনে ছাড়া পেয়ে একটি প্রকাশ্য সভায় তৃণমূলেও যোগ দেয় বলে স্থানীয় নেতৃত্বের একাংশের দাবি। এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নব্য তৃণমূল বনাম আদি তৃণমূলের লড়াইয়ে রুইসের নাম বারবার উঠে আসে। ভোটের আগে ওই এলাকাতেই ছিল এলাকার আরেক দুষ্কৃতী ভজাই। অভিযোগ লোকসভা ভোটের আগে নব্য তৃণমূল ও আদি তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়, সেখানে রুইস ও ভজাই একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। এই নিয়ে এলাকায় গণ্ডগোল নিয়ন্ত্রণ করতে নিউ টাউনে যেখানে রুইস ও ভজাইয়ের বাড়ি সেখানে পুলিশ পিকেটও বসে। অভিযোগ, লোকসভা নির্বাচনের পর রুইস একাধিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। রুইসের ধরা পড়ার প্রসঙ্গে এলাকার বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, “রুইস যে সমাজবিরোধী সেটা দীর্ঘদিন ধরেই বলেছি। সে যদি কোনও রাজনৈতিক প্রশ্রয়ে থাকে সেটাও গর্হিত। এত দিন পরে পুলিশ ওকে ধরল। আমি খুশি।”

গত লোকসভা নির্বাচনের সময়ে থেকে রুইসের সঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের যোগাযোগের অভিযোগ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। কাকলির প্রচারে রুইসকে দেখা যায় বলেও তৃণমূলেরই একটি অংশ দাবি করে। যদিও তা নস্যাৎ করে দেন কাকলি। এ দিনও তিনি বলেন, “আমি কিছু জানি না। পুলিশ তার কাজ করেছে। আর কিছু বলার নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ruis mondal arrest basirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE