Advertisement
০৮ মে ২০২৪

হুক্কাবারে এ বার ধৃত মালিক

দু’দিন আগে হানা দিয়ে বেকবাগানের একটি হুক্কা বার থেকে ৬ জন কর্মীকে ধরেছিল পুলিশ। এ বার পার্ক স্ট্রিটের একটি হুক্কা বারে হানা দিয়ে আবগারি কর্তারা ধরলেন সেখানকার মালিককে।

পার্ক স্ট্রিট
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০২:০৭
Share: Save:

দু’দিন আগে হানা দিয়ে বেকবাগানের একটি হুক্কা বার থেকে ৬ জন কর্মীকে ধরেছিল পুলিশ। এ বার পার্ক স্ট্রিটের একটি হুক্কা বারে হানা দিয়ে আবগারি কর্তারা ধরলেন সেখানকার মালিককে। অভিযোগ, হুক্কা বারে বেআইনি ভাবে মদ বিক্রি করছিলেন তিনি। আবগারি দফতরের কলকাতার কালেক্টর সুব্রত বিশ্বাস জানিয়েছেন, ধৃতের নাম অভিজিৎ সিংহ। ওই বারের অন্য দুই মালিকের গ্রেফতারি পরোয়ানার জন্য তাঁরা আদালতে আবেদন জানাবেন বলে সুব্রতবাবু জানিয়েছেন।

আবগারি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পেয়ে শনিবার রাত ১টায় পার্ক স্ট্রিটের ওই হুক্কা বারে আবগারি দফতরের এক মহিলা অফিসার দলবল নিয়ে হানা দেন। তাঁরা দেখেন, কমবয়সী ছেলেমেয়েরা সেখানে বসে সুগন্ধি তামাক খাচ্ছেন। সঙ্গে ছিল স্বাস্থ্যকর পানীয়। ওই পানীয়ে যে মদ মিশিয়ে খাওয়া হচ্ছে তা আঁচ করেই অফিসারেরা হানা দেন ওই হুক্কা বারের রান্নাঘরে। সেখান থেকে উদ্ধার করা হয় থরে থরে সাজানো হুইস্কি, রাম, ভদকা, ওয়াইনের বোতল।

সুব্রতবাবু জানিয়েছেন, পানীয়ে মদ চাইতে নির্দিষ্ট কোড উল্লেখ করা হতো। সেই কোড অনুযায়ী স্বাস্থ্যকর পানীয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হতো হুইস্কি, রাম বা ভদকা। হুক্কার সঙ্গে দেদার চলত পানীয়। সুব্রতবাবুর কথায়, ‘‘হুক্কা বার চালানোর জন্য আবগারি দফতর বা পুলিশের অনুমতির প্রয়োজন হয় না। সাধারণ বার ও মদের দোকানে যে ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, হুক্কা বারের ক্ষেত্রে তা-ও প্রযোজ্য নয়। তারই সুবিধা নিয়ে কোনও কোনও হুক্কা বার ভোর চারটে পর্যন্ত খুলে রাখা হয়।’’ সম্প্রতি আবগারি দফতরের কাছে অভিযোগ এসেছিল যে, সুগন্ধি তামাকের অন্তরালে দেদার মদ্যপানও চলছে। তার পরেই শুরু হয়েছে অভিযান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hookah Bar owner arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE