Advertisement
০৮ মে ২০২৪

অবশেষে নড়ল পুলিশ, তদন্তে তৈরি বিশেষ দল

মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর তদন্ত করতে মঙ্গলবার চার সদস্যের বিশেষ দল তৈরি করল পুলিশ। এক জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার ওই দলের প্রধান।

থানায় এলেন বিক্রম। —নিজস্ব চিত্র।

থানায় এলেন বিক্রম। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০২:০৫
Share: Save:

মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর তদন্ত করতে মঙ্গলবার চার সদস্যের বিশেষ দল তৈরি করল পুলিশ। এক জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার ওই দলের প্রধান। এ দিন বিক্রমের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করতে ফের হাজির হয় ফরেন্সিক দল। এয়ারব্যাগ কেন খোলেনি সে নিয়ে গাড়ির নির্মাতা সংস্থার সঙ্গেও কথা বলেন তাঁরা। এ দিন গাড়ির এয়ারব্যাগ বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিক্রম চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছিল। এ দিন রাতে তিনি টালিগঞ্জ থানায় যান।

আরও পড়ুন:বিক্রমের মোবাইলের কললিস্ট দেখছে পুলিশ, গাড়ি ফের ফরেন্সিকে

সোমবারই বিক্রম ও সোনিকার ঘনিষ্ঠ দুই বন্ধুকে ডেকে পাঠায় টালিগঞ্জ থানার পুলিশ। ঘটনার রাতে তাঁরা কোন কোন জায়গায় গিয়েছিলেন, তার একেক রকম বয়ান দিয়েছিলেন বিক্রম। সিসিটিভি ফুটেজ ও দুর্ঘটনার পরে বিক্রম যাঁদের ফোন করেন, সেই কল ডিটেলস জোগাড় করে বিষয়টি যাচাই করা হচ্ছে। দুর্ঘটনার পরে সোনিকাকে কাছের হাসপাতালে না নিয়ে গিয়ে পাঁচ কিমি দূরে কেন নিয়ে যাওয়া হল, খতিয়ে দেখা হচ্ছে সেটাও।

এত দিন ধরে কার্যত চুপচাপ থাকার পরে সোমবার থেকে ঘটনার তদন্তে নড়েচড়ে বসেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পুলিশের ভূমিকা ও তদন্তের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন সোনিকার বন্ধুরা। বিভিন্ন মহল থেকে পুলিশের কাছে চাপ এসেছে বলে লালবাজার সূত্রে খবর। তার পরেই সোমবার ৯ দিন আগে সংগ্রহ করা বিক্রমের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ডেকে পাঠানো হয় সে দিন পার্টিতে উপস্থিত বিক্রম-সোনিকার পরিচিতদেরও। পার্টিতে উপস্থিত অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও থানায় জানিয়েছেন, সে দিন বিক্রম মদ্যপান করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE