Advertisement
০৭ মে ২০২৪

পার্কিংয়ে টাইম মেশিন

গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সময় বাড়িয়ে বেশি টাকা আদায় নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে শহরে। কিন্তু প্রমাণের অভাবে বেশির ভাগ ক্ষেত্রেই কম সময়ের জন্য থাকা গাড়িকে বেশি টাকা গুণতে হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪১
Share: Save:

গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সময় বাড়িয়ে বেশি টাকা আদায় নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে শহরে। কিন্তু প্রমাণের অভাবে বেশির ভাগ ক্ষেত্রেই কম সময়ের জন্য থাকা গাড়িকে বেশি টাকা গুণতে হয়। প্রায় জোর করেই মানুষকে এ ভাবে ঠকাচ্ছিলেন পার্কিং লটগুলির এক শ্রেণির কর্মী। সম্প্রতি এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলে অবিলম্বে পার্কিং স্পটে টাইম মেশিন বসানোর নির্দেশ দেন তিনি। তার পরেই ব্যবস্থা নেয় পুর-প্রশাসন। সিদ্ধান্ত হয়, কোন গাড়ি কতক্ষণ থাকছে, হিসেব রাখতে প্রতি পার্কিং স্পটে টাইম মেশিন বসাবে পুরসভা। মঙ্গলবার পার্ক স্ট্রিটে এক পার্কিং লটে বসানো হয় ওই মেশিন। অনুষ্ঠানে ছিলেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র, মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার।

মেয়র জানান, শহরে হাজারখানেক পার্কিং স্পট আছে। পার্ক স্ট্রিট থেকে কাজ শুরু হল। আজ, বুধবার থেকে সব পার্কিং স্পটেই ওই মেশিন লাগানো হবে। তিনি জানান, এর পরে কেউ জোর করে টাকা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুরসভা। দেবাশিসবাবু জানান, গাড়ি রাখার সময় থেকেই চালু হবে মেশিন। বেরোনোর সময়ে সেখান থেকে নেওয়া রসিদ দেখে টাকা মেটাবেন গাড়িমালিক। তিনি জানান, আপাতত পার্কিংয়ের বরাতপ্রাপ্ত ঠিকাদারেরা মেশিন কিনবেন। তাঁরা পুরসভাকে যে ভাড়া দেন, তা থেকে সেই পরিমাণ বাদ দেওয়া হবে। এ দিনই শহর জুড়ে ট্যাক্সির আলাদা স্ট্যান্ড চালু হল। কিছু দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ স্থানে আরও স্ট্যান্ড খুলে যাবে বলে জানান দেবাশিসবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Time machine Parking lot car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE