Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

টাইব্রেকারে জিতে শ্রীরামপুর মহকুমা সুপার ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল বিএস পার্ক। ঘরের মাঠে খেলার সুবিধা নিয়েও শেষ রক্ষা হল না রিষড়া স্পোর্টিং ক্লাবের। নকআউট পর্যায়ের ফাইনালে এ দিন দু’দল মুখোমুখি হয় রিষড়া লেনিন মাঠে। প্রথমার্ধে স্পোর্টিংয়ের জালে দু’বার বল জড়িয়ে দেয় বিএস পার্ক।

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৫
Share: Save:

চ্যাম্পিয়ন বিএস পার্ক

নিজস্ব সংবাদদাতা • রিষড়া

টাইব্রেকারে জিতে শ্রীরামপুর মহকুমা সুপার ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল বিএস পার্ক। ঘরের মাঠে খেলার সুবিধা নিয়েও শেষ রক্ষা হল না রিষড়া স্পোর্টিং ক্লাবের। নকআউট পর্যায়ের ফাইনালে এ দিন দু’দল মুখোমুখি হয় রিষড়া লেনিন মাঠে। প্রথমার্ধে স্পোর্টিংয়ের জালে দু’বার বল জড়িয়ে দেয় বিএস পার্ক। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় রিষড়ার দলটি। তবে টাইব্রেকারে বিএস পার্ক ৪-২ গোলে জিতে শেষ হাসি হাসে। এ দিন খেলায় সামান্য গোলমাল হয়। প্রথমার্ধের শেষ দিকে এক দল দর্শকের সঙ্গে বিএস পার্কের এক খেলোয়াড় বাদানুবাদে জড়িয়ে পড়েন। সাময়িক ভাবে খেলা বন্ধ থাকে। রেফারি নিরাপত্তাজনিত কারণে খেলাতে অস্বীকার করেন। রিষড়া থানার ওসি দেবাঞ্জন ভট্টাচার্য মাঠে ছিলেন। পরিস্থিতি দেখে তিনি হস্তক্ষেপ করেন। তিনি নিরাপত্তার আশ্বাস দেওয়ায় পুনরায় খেলা চালু হয়। আর কোনও সমস্যা হয়নি। ক্রিড়া সংস্থার একাংশের বক্তব্য, বিএস পার্কের ওই খেলোয়াড়ের জন্যই গোলমাল বাধে। অপর অংশের আবার বক্তব্য, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ কোনও একটি দলের ঘরের মাঠে না দিয়ে অন্যত্র করা উচিত ছিল। প্রিয় দল ২ গোল খাওয়ার পরে কিছু দর্শক উত্তেজিত হয়ে পড়েন। তা থেকেই গোলমাল বাধে। এ বার প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন ভদ্রেশ্বরের নিউ অ্যাথলেটিক ক্লাব এবং রানার্স মাহেশ ভ্রাতৃ সঙ্ঘ সুপার ডিভিশনে উঠে এল। আর সুপার ডিভিশনে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দুই দল ‘দি শেওড়াফুলি ক্লাব’ এবং দেবাইপুকুর স্পোর্টিং প্রথম ডিভিশনে নেমে গিয়েছে।

সারেঙ্গার পঞ্চায়েতে প্রধান নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল

প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছিল তৃণমূল। সোমবার ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হলেন ওই দলের আশুতোষ টাকাল। এত দিন তিনি পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটে ওই পঞ্চায়েতের ১৯টির মধ্যে তৃণমূল এবং কংগ্রেস ছ’টি করে, সিপিএম ৫টি ও বিজেপি ২টি আসন পায়। সিপিএমের সমর্থনে বোর্ড গড়ে কংগ্রেস। কিন্তু প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, উন্নয়ন করতে না পারা-সহ কয়েকটি অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর অনাস্থা আনে তৃণমূল। ভোটাভুটি হয় গত ১৫ সেপ্টেম্বর। অনাস্থার পক্ষে ভোট পড়ে ১০টি। তৃণমূলের অভিযোগ মানেনি কংগ্রেস।

মন্দিরে চুরি

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

কোলাপসিবল গেট এবং দরজার তালা ভেঙে রবিবার রাতে আরামবাগের সেলালপুর গ্রামের একটি কালী মন্দির থেকে বেশ কিছু সোনা-রুপোর গয়না এবং নগদ টাকা চুরি হয়। সোমবার সকালে স্থানীয় মানুষ চুরির ঘটনা টের পেয়ে মন্দিরের পুরোহিত তথা পরিচালককে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ যায়। ভাঙা প্রণামী বাক্স পাশের মাঠ থেকে উদ্ধার হয়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। চুরি যাওয়া সামগ্রীর তালিকা চাওয়া হয়েছে। পুরোহিত বেচারাম মাজি পুলিশের কাছে অভিযোগে জানান, প্রায় ৩ লক্ষ টাকার গয়না এবং নগদ ৬০ হাজার টাকা চুরি হয়েছে। মন্দিরটি সংস্কারের জন্য ভক্তদের চাঁদার ওই টাকা প্রণামী বাক্সেই রাখা ছিল।

বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • গোঘাট

পাম্প চালাতে গিয়ে বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেলে গোঘাটের উত্তর সাঁইথিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম সঞ্জীব দে (৩৫)। তিনি নিজের নবনির্মিত বাড়ির কাজের জন্য ওই পাম্প চালাতে গেলে দুর্ঘটনাটি ঘটে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE