Advertisement
০৩ মে ২০২৪

ক্ষতিপূরণ চেয়ে মৃত চাষির স্ত্রী প্রশাসনে

কালনা ১ ব্লকের সলঘরিয়া গ্রামের মৃত আলুচাষি হরিপদ বিশ্বাসের পরিবারের তরফে সোমবার সরকারি ক্ষতিপূরণ দাবি করা হল। সরকার দেরিতে সহায়ক মূল্যে আলু কিনতে নামায় চাষিদের দুঃসহ পরিস্থিতি হয়েছে বলে দাবি করেছে এসইউসি এবং বিজেপি।

প্রশাসনে চম্পাদেবী। নিজস্ব চিত্র

প্রশাসনে চম্পাদেবী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০০:০১
Share: Save:

কালনা ১ ব্লকের সলঘরিয়া গ্রামের মৃত আলুচাষি হরিপদ বিশ্বাসের পরিবারের তরফে সোমবার সরকারি ক্ষতিপূরণ দাবি করা হল। সরকার দেরিতে সহায়ক মূল্যে আলু কিনতে নামায় চাষিদের দুঃসহ পরিস্থিতি হয়েছে বলে দাবি করেছে এসইউসি এবং বিজেপি। দু’টি দলের তরফে এ দিন আলাদা আলাদা ভাবে কালনার মহকুমাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়।

২৩ মার্চ বাড়ির মধ্যে শৌচালয়ে হরিপদবাবুর দেহ উদ্ধার হয়। পরিজনদের দাবি, চার বিঘা জমিতে আলু চাষ করে ব্যাপক লোকসান হয়েছিল। সে কারণেই অবসাদে আত্মঘাতী হন তিনি। সোমবার কিছু এসইউসি নেতাকর্মীদের সঙ্গে মহকুমাশাসকের কার্যালয়ে আসেন হরিপদবাবুর স্ত্রী চম্পাদেবী এবং তাঁর ছেলে। মহকুমাশাসকের কাছে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান চম্পাদেবী। উপস্থিত এসইউসি নেতারা দাবি করেন, সরকারকে আট টাকা কেজি দরে আলু কিনতে হবে। না হলে চাষিরা বিপাকে পড়বেন। এ দিন স্মারকলিপি দেয় বিজেপিও। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। বিজেপি নেতা ধনঞ্জয় হালদার বলেন, ‘‘ঋণে জর্জরিত হয়ে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতি আত্মহত্যা অস্বাভাবিক ঘটনা নয়।’’ এ দিন বিজেপি-র তরফে আরও কিছু দাবিদাওয়া জানানো হয়।

প্রশাসন অবশ্য ঋণের দায়ে আলুচাষির আত্মহত্যার কথা মানতে চায়নি। মহকুমাশাসক নীতিন সিংহানিয়া বলেন, ‘‘বিষয়টি নিয়ে কৃষি দফতর এবং ব্লক প্রশাসন তদন্ত করেছে। অন্য দাবিগুলি জেলাস্তরে জানানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Compensation Government Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE